তৃণমূল, সিপিআইএমে ভাঙন! ৭০ পরিবার চলে গেল বিজেপিতে

আর মাত্র কয়েক মাস তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক বছরের মতো এই বছরও দলবদলের খেলা শুরু হয়ে গেল। দিন কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ৫০০ পরিবার যোগ দিয়েছিল। এসবের মধ্যে ফের রবিবার ৭০ টি পরিবার যোগ দিলেন বিজেপিতে।

এবার যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাদের কেউ প্রথমদিকে সিপিআইএম এবং পরে তৃণমূল করতেন, আবার কেউ কেউ রয়েছেন যারা একসময় বিজেপি করলেও অভিমান করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই ধরনের ৭০ টি পরিবার এবার বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে এল।

রবিবার যে ৭০ টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন তারা হলেন নলহাটি বিধানসভার বড়লা অঞ্চলের বুজুং গ্রামের বাসিন্দা। তারা বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসাবে তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি এবং অত্যাচারকে দায়ী করেছেন।