ফের স্টোনম্যান আতঙ্ক সিউড়িতে

ফের স্টোনম্যান আতঙ্ক সিউড়িতে। ২০২৩ সালের অক্টোবর মাসে সিউড়ি থানা এলাকায় এক যুবককে পাথর দিয়ে থেঁতলে মেরে ফেলা হয়েছিল। যে ঘটনায় পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে। তবে এই ঘটনার বছর দুয়েক কাটতে না কাটতেই একইভাবে প্রাণ হারাতে দেখা গেল আরও এক যুবককে।

সোমবার সকাল বেলায় মুখ থেতলানো অবস্থায় এক যুবককে মৃতদেহ উদ্ধার হয় সিউড়ি থানার অন্তর্গত সুকান্ত পল্লীর মাঠে। স্থানীয় বাসিন্দারা এমন অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখেন ওই যুবককে এবং তারপর সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হলে সেই মৃতদেহ তড়িঘড়ি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী অনুমান করা হচ্ছে পাথর দিয়ে মৃত ওই যুবকের মুখে মাথায় আঘাত করা হয়। এছাড়াও ওই যুবকের নিম্নাংশে কোনো বস্ত্র ছিল না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাসিন্দারা এই ঘটনায় রীতিমতো হতচকিত। যদিও ওই যুবকের নাম পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।