Sangeet Natak Akademi Recruitment: আপনিও কি দীর্ঘদিন অপেক্ষা করছেন যোগ্য চাকরির জন্য? তাহলে আপনার অপেক্ষার অবশেষে অবসান ঘটতে চলেছে। কর্মখালি রয়েছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে। তাই শীঘ্রই কর্মী নিয়োগ করবে মিনিস্ট্রি অফ কালচার অধীনস্থ সঙ্গীত নাটক অ্যাকাডেমী। প্রতিষ্ঠানের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানতে একঝলকে দেখে নিন এই প্রতিবেদনটি।
কোন কোন পদে নিয়োগ (Sangeet Natak Akademi Recruitment) হচ্ছে?
ডেপুটি সেক্রেটারি, স্টেনোগ্রাফার, রেকর্ডিং ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ক্লার্ক এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা?
শূন্যপদ ১৬টি
- ডেপুটি সেক্রেটারি পদে যারা নিয়োজিত হবে তাদের বয়সসীমা হবে ৩৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। তাঁদের লাইব্রেরি সায়েন্স, ডকুমেন্টেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের মধ্যে যে কোনও একটিতে ডিপ্লোমা থাকা প্রয়োজন। একই সঙ্গে পারফর্মিং আর্টস বিষয়ে ১০ বছর ডকুমেন্টেশন, প্রোডাকশন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- স্টেনোগ্রাফার পদে (Sangeet Natak Akademi Recruitment) নিযুক্তদের ২১ থেকে ২৮ বছর বয়সী হতে হবে। তাঁদের উল্লিখিত পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং হিন্দি, ইংরেজিতে দ্রুত টাইপিংয়ের দক্ষতা থাকা প্রয়োজন।
- আবার রেকর্ডিং ইঞ্জিনিয়ার পদে ২৮ থেকে ৩৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। ন্যূনতম দু’বছর সংশ্লিষ্ট পদে কোনও কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- অ্যাসিস্ট্যান্ট পদে ২১ থেকে ২৮ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।
- সিনিয়র ক্লার্ক পদে আগে ন্যূনতম ছ’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।
- জুনিয়র ক্লার্ক পদে সেই সব দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে, যাঁদের দ্রুত হিন্দি এবং ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা রয়েছে।
- মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে দশম উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ প্রার্থীদের নিয়োগ করা হবে।
আরও পড়ুন: এইসব ওষুধের থেকে দূরে থাকুন? জানালো ভারতের সেন্ট্রাল ড্রাগ রেগুলেটরি অথরিটি
বেতন
বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে ১৯,৯০০ টাকা থেকে শুরু ১,১২,৪০০ টাকা। নিযুক্তদের দিল্লি হবে কর্মস্থল।
কিভাবে আবেদন পত্র পাঠাতে হবে?
প্রতিষ্ঠানের ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ দিন
আবেদনের শেষ দিন ৫ই মার্চ। আবেদনমূল্য ৩০০ টাকা।
কিভাবে নিয়োগ (Sangeet Natak Akademi Recruitment) করা হবে কর্মী?
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। বিস্তারিত জানতে দেখুন মূল বিজ্ঞপ্তিটি।