Maha Shivratri 2025: শিবপুজোতে শুধু উপোস করলেই হবে না, জানুন পুজো করার সঠিক পদ্ধতি

Maha Shivratri 2025: জানেন কি মহাশিবরাত্রি হলো হিন্দুধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি? শিব ভক্তরা সারাদিন ভগবান শিবের উপাসনা করেন। মহাদেবের ভক্তরা ভক্তিভরে আজকের এই বিশেষ দিন পালন করেন। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব হয়। চলতি বছরে ২০২৫ সালে মহাশিবরাত্রি পড়েছে ২৬ ফেব্রুয়ারি। যদি এইদিন মহাদেবের কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই বিশেষভাবে পুজো । চলুন জেনে নিই কীভাবে সঠিক নিয়মে শিব পুজা করবেন ভক্তরা?

মহাশিবরাত্রির মাহাত্ম্য

মহাশিবরাত্রি (Maha Shivratri 2025) সাধারণত হিন্দুদের একটি বড় উৎসব এবং মনে করা হয় এই বিশেষ দিনে শিব ও পার্বতীর মিলন হয়েছিল। যদি মহাশিবরাত্রির দিন উপোস করা হয় তাহলে সমস্তরকম পাপের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যাঁরা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করেন, তাঁরা মোক্ষলাভের সৌভাগ্য অর্জন করেন।

কীভাবে শিবরাত্রির পুজো করতে হবে সেটি জেনে নেওয়া দরকার:-
  1. স্নান ও উপবাস: সকালে উঠেই আগে স্নান করতে হবে এবং পবিত্র স্নানের পরে শুদ্ধ পোশাক পরতে হবে। তারপর উপবাসের সংকল্প নিন।
  2. শিবলিঙ্গে অভিষেক: শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, মধু, দই ও ঘি নিবেদন করুন।
  3. বেলপাতা ও ধুতুরা ফুল নিবেদন: মহাদেবের পূজায় বেলপাতা অবশ্যই ব্যবহার করা উচিত কারণ মহাদেবের বেলপাতা অত্যন্ত প্রিয়। তবে বেলপাতার পিছনের অংশ যেন শিবলিঙ্গে না লাগে, সেদিকে খেয়াল রাখুন।
  4. ধূপ, দীপ ও নৈবেদ্য নিবেদন: ধূপ-দীপ জ্বালিয়ে প্রসাদ নিবেদন করুন। ফল, মিষ্টি ও পাঁচ রকমের শস্য দেওয়া যেতে পারে।
  5. শিব মন্ত্র জপ: “ওঁ নমঃ শিবায়” বা “মহামৃত্যুঞ্জয় মন্ত্র” জপ করুন।
  6. শিবচতুর্দশীর রাত্রি জাগরণ: মহাশিবরাত্রির (Maha Shivratri 2025) রাতে জেগে যদি শিবচর্চা করা যায় তাহলে এর ভালো ফল লাভ করতে পারবেন।
  7. পরদিন প্রাতঃকালে ব্রত সমাপন: পরদিন সকালবেলা ব্রত সমাপন হলে অবশ্যই দান করুন।

আরও পড়ুন: জানুন শিব চতুর্দশী সম্পর্কে, কেন পালন করা হয় এই বিশেষ দিনটি?

উপোসের বিশেষ নিয়ম

মহাশিবরাত্রির (Maha Shivratri 2025) দিন ফলাহার করা উচিত। তবে সম্পূর্ণ উপোসই সবথেকে ভালো বলে মনে করা হয়। কেউ কেউ দুধ, ফল ও পানীয় গ্রহণ করেন। অবশ্যই নিজের শরীর বুঝে তারপরে উপোস করবেন। গ্যাস, ডায়াবেটিস, প্রেশারের সমস্যা থাকলে কখনোই খালি পেটে থাকা উচিত নয়।

আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে, মহাশিবরাত্রি (Maha Shivratri 2025) শুধুমাত্র উপবাস ও পূজার তিথি নয়, এটি হলো মানুষের আত্মশুদ্ধির সবথেকে বড় উপায়। যেসব ভক্তরা মহাদেবের আরাধনা নিষ্ঠাভরে করেন, তাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। চলতি বছর ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির উপোস করতে হলে এবং মহাদেবের আশীর্বাদ লাভ করতে হলে অবশ্যই নিয়ম মেনে চলুন।