Weekend Tour: প্রতিদিনকার জীবন হল ইঁদুর দৌড়ের মত। মানুষ ছুটে চলেছে কিন্তু বিশ্রাম নেওয়ার সময় নেই। এই কর্মব্যস্ত জীবন থেকে যদি একদিন কিংবা দুদিনের ছুটি নেওয়া যায় তাহলে কাছে পিঠে কোন জায়গায় ঘুরে আসাই হলো সবথেকে ভালো উপায়। ঝটিকা সফরে তাড়াতাড়ি মুড ঠিক হয়ে যায় মানুষের। ইচ্ছে থাকলেও হঠাৎ করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করা যায় না তাই তালিকায় যুক্ত করে নিতে হবে কাছে পিঠের কিছু ভালো জায়গার নাম।
সপ্তাহের (Weekend Tour) শেষে যান এই জায়গাগুলোতে
সপ্তাহান্তে একদিনের ছুটিতেই ঘুরে আসার জন্য আদর্শ জায়গা হল কলকাতার খুব কাছেই বেনাপুর চর। হাওড়ার বাগনানে রূপনারায়ণ নদীর পারের এই বেনাপুর চর যেন ক্যালেন্ডারে টাঙানো দারুণ একটি ছবির মতোই। পরিবারের সাথে কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা কোথায় আর হতে পারে না। এখানকার অনবদ্য অসাধারণ প্রাকৃতিক শোভা মনকে সতেজ করে তুলবে এক লহমায়।
বর্ষায় দেখা যায় প্রকৃত সৌন্দর্য
বর্ষায় যেকোন জায়গার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। সেই সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মত নয়। এখানকার দিগন্ত বিস্তৃত চরের মাঝের অংশটি বর্ষার জলে ভরে যায়। চরের ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে নৌকার সারি। সপ্তাহান্তের ছুটি (Weekend Tour) কাটাতে এই জায়গাটি আপনার জন্য একেবারে পারফেক্ট চয়েজ হতে পারে। অনেকেই এখনো এই জায়গাটি সম্পর্কে জানেন না তাই নিরিবিলি সময় কাটানো যাবে এখানে আসলে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই শান্ত পরিবেশে মন ভালো হয়ে যাবে নিমেষের মধ্যে।
কলকাতা থেকে দূরত্ব
মন ভালো করার জন্য সবথেকে ভালো ওষুধ হলো ঘুরতে যাওয়া। কিন্তু হঠাৎ করে দু-একদিনের ছুটিতে দূরে কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এছাড়াও দূরে কোথাও ঘুরতে গেলে দরকার একটি সঠিক প্ল্যান। তাই ঝটিকা সফর বলতে যা বোঝায় তাই যদি করতে চান তাহলে কলকাতার কাছের এই জায়গাটি থেকে অবশ্যই ঘুরে আসা যেতে পারে। সপ্তাহের শেষে (Weekend Tour) ঘুরে যেতে পারেন বেনাপুর থেকে।
এখন প্রশ্ন হল এই জায়গায় আসতে কত সময় লাগতে পারে? কলকাতা থেকে এখানে যেতে মোটামুটি ঘন্টা দুয়েকের কাছাকাছি সময় লেগে যায়। যদি আপনি কলকাতার দিক থেকে গাড়ি কিংবা ট্রেন দু’ভাবেই যেতে চান তাহলে এইখানে পৌঁছানো এমন কোন কঠিন ব্যাপার নয়। বেনাপুর চরে গাড়িতে গেলে সোজা বাগনানে চলে আসুন। সেখান থেকে যেতে হবে বেনাপুর চর। বাগনান থেকে টোটো কিংবা অন্যান্য ছোট গাড়ি ভাড়া করে যাওয়া যেতে পারে। ট্রেনে বাগনান স্টেশনে নেমেও টোটো বা অটো পেয়ে যাবেন এখানে পৌঁছোতে।