Aikyashree Scholarship 2025: রাজ্য সরকার দেবে ৬০০০০ টাকা, দেরি না করে আবেদন করুন এই প্রকল্পে

Aikyashree Scholarship 2025 : পশ্চিমবঙ্গ সরকার বরাবর রাজ্যের শিক্ষার্থীদের জন্য নানারকম কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করে থাকে। একাধিক স্কলারশিপ তারা চালু করেছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য হল আজকের এই প্রতিবেদনে আলোচিত এই স্কলারশিপটি। রাজ্যের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ এর দ্বারা অনেকটাই সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে।

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship 2025)

ঐক্যশ্রী স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষাগত আকাঙ্ক্ষাকে সমর্থন করার এক প্রশংসিত প্রচেষ্টা। এই স্কলারশিপটি শিক্ষার অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য তৈরি। এই স্কলারশিপের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই স্কলারশিপ এর মধ্যে থাকবে টিউশন ফি, রক্ষণাবেক্ষণ ভাতা এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাগত ব্যয়। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশন (WBMDFC) দ্বারা পরিচালিত, ঐক্যশ্রী প্রকল্প (Aikyashree Scholarship 2025) বদলে দিতে পারে রাজ্যের একাধিক ছাত্র-ছাত্রীর জীবন।

প্রকল্পের (Aikyashree Scholarship 2025) বিস্তারিত জানবেন এই প্রতিবেদনে

২০২৫-২৬ সালের ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হবে শীঘ্রই। এই প্রকল্পটির জন্য কারা যোগ্য? কিভাবে আবেদন করতে হবে? সময়সীমা, গুরুত্বপূর্ণ তারিখ, প্রয়োজনীয় নথি এবং সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই প্রতিবেদনে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি।

ঐক্যশ্রী বৃত্তি (Aikyashree Scholarship 2025) – যোগ্যতার মানদণ্ড

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশন কর্তৃক পরিচালিত ঐক্যশ্রী বৃত্তি পোর্টালের মাধ্যমে উপলব্ধ পাঁচটি সরকারি বৃত্তির জন্য যোগ্যতার মানদণ্ড নীচে দেওয়া হল :

১) পশ্চিমবঙ্গ প্রি-ম্যাট্রিক বৃত্তি
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • অবশ্যই নবম বা দশম শ্রেণীতে পড়তে হবে শিক্ষার্থীকে।
  • SC অথবা ST শ্রেণীর হতে হবে।
  • শিক্ষার্থীর বার্ষিক পারিবারিক আয় ₹২ লক্ষের বেশি হওয়া উচিত নয়।
২) পশ্চিমবঙ্গ পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (Aikyashree Scholarship 2025)
  • শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • অবশ্যই SC, ST অথবা OBC শ্রেণীর হতে হবে।
  • যোগ্য শিক্ষার্থীদের অবশ্যই একাদশ, দ্বাদশ, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত হতে হবে।
  • ওবিসি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীর বার্ষিক পারিবারিক আয় ₹১ লক্ষ, এসসি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ₹২ লক্ষ এবং এসটি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ₹২.৫ লক্ষের বেশি হওয়া উচিত নয়।
৩) স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রকল্প সংখ্যালঘুদের জন্য (SVMCM)
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং রাজ্যের মধ্যে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে হবে।
  • WBBSE/WBCHSE/WBBME/CBSE/ISC অথবা পশ্চিমবঙ্গে অবস্থিত কোনও বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত বা স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে চলতি শিক্ষাবর্ষের শেষ যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ₹২.৫ লক্ষের বেশি হওয়া উচিত নয়।
মেধা ও বৃত্তি

এছাড়া শিক্ষার্থী যদি সাধারণ স্নাতক বা স্নাতকোত্তর স্তরের ডিগ্রি কোর্সে অধ্যয়নরত না থাকে, তাহলে তাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং কারিগরি/পেশাদার কোর্সে স্নাতক হতে হবে। শিক্ষার্থী উচ্চমাধ্যমিক স্তরে অধ্যয়নরত হয় অথবা ডিপ্লোমা অর্জন করে, তাহলে তাকে দশম শ্রেণীতে কমপক্ষে ৭৫% নম্বর পেতে হবে।যদি শিক্ষার্থী স্নাতক স্তরে অধ্যয়নরত হয়, তাহলে তাকে দ্বাদশ শ্রেণিতে কমপক্ষে ৭৫% নম্বর পেতে হবে। রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে এম.ফিল. কোর্স এবং ডক্টরেট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই বৃত্তির (Aikyashree Scholarship 2025) জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: শুধু ফাইন নয়, দিতে হবে নিরাপত্তাও! দুবরাজপুর ট্রাফিক পুলিশ যা করল কুর্নিশ জানাবেন

যোগ্যতার মানদণ্ড
  • শিক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞাপিত সংখ্যালঘু সম্প্রদায়ের, যেমন মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন বা পার্সি, যেকোনো একটির অন্তর্ভুক্ত হতে হবে।
  • এছাড়াও শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, নিয়মিত পূর্ণকালীন কোর্সে একাদশ শ্রেণী থেকে পিএইচডি স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ₹২ লক্ষের বেশি হওয়া উচিত নয়। এই উপবৃত্তির (Aikyashree Scholarship 2025) জন্য আবেদন করার সময় আবেদনকারী সরকার বা কোনও বেসরকারি সংস্থা থেকে অন্য কোনও বৃত্তি বা আর্থিক সহায়তা গ্রহণকারী হবেন না।
কোথায় করতে হবে আবেদন?

Wbmdfcscholarship.in-এ অফিসিয়াল ঐক্যশ্রী পোর্টালে গিয়ে সহজেই আবেদন করা যাবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে ফরম ফিলাপ করে স্কুল এবং কলেজে জমা দিতে হবে। যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে আবেদন করা যায়। শিক্ষা প্রতিষ্ঠান যদি একবার অনুমোদন দিয়ে দেয় তাহলে স্কলারশিপ এর টাকা ব্যাংকে ঢুকে যাবে। ৩০ শে জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং প্রক্রিয়াটি শেষ হবে ৩১শে আগস্ট।