লাল্টু: ঝাড়খন্ডে মুষলধারে বৃষ্টি! আর সেই বৃষ্টিতে ভুগতে হচ্ছে বীরভূমের একাংশকে। ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির দাপটে রীতিমতো বীরভূমের যোগাযোগ ব্যবস্থা বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষদের।
আসলে ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টিপাতের ফলে বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসাড়া গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ের উপর দিয়ে বইছে জল। এই মুহূর্তে কজওয়েতে বিপদসীমায় উপর জল বইছে। কজওয়ের উপরে থাকা সমস্ত পিলারই জলে ডুবে গেছে। পারাপার পুরোপুরি বন্ধ রয়েছে।
দু-একজন মানুষ যাদের খুবই দরকার তারাই একমাত্র জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করেছেন। তবে বেশিরভাগ মানুষই ওই রাস্তা দিয়ে আজ যাতায়াত করেননি। যার ফলে আজকে অনেকেই দৈনন্দিন কাজে যেতে পারেননি। বেশ কয়েকটা গ্রামের মানুষ এই কজওয়ের উপর নির্ভর করেন। তারা প্রত্যেকেই আজ অসুবিধায় পড়েছেন। প্রত্যেকের একটাই আবেদন যে এই কজওয়েটা ভালো করে তৈরি করা হোক, যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয়।