বনধে বাস চালাচ্ছিল বাসকর্মীরা! ধরে কি বোঝালেন বন্ধ সমর্থনকারীরা

লাল্টু: নতুন শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে বুধবার দেশজুড়ে ধর্মঘট ডেকেছে ১০টি ট্রেড ইউনিয়ন। তবে এই ধর্মঘটের প্রভাব বীরভূমে সেই ভাবে নেই বললেই চলে। কেননা ধর্মঘটের দিন বাম নেতাকর্মীরা ধর্মঘটের সমর্থনে মিছিল করলেও যান চলাচল সহ প্রায় সমস্ত কিছুই স্বাভাবিক।

বন্ধের সমর্থনে বীরভূমের বিভিন্ন জায়গার পাশাপাশি দুবরাজপুরে মিছিল করা হয়। মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় বাম নেতাকর্মীদের। এর পাশাপাশি দুবরাজপুরে থাকা কো অপারেটিভ ব্যাংকে বাম কর্মী সমর্থকরা তাদের পতাকা টাঙ্গিয়ে দেন। দুবরাজপুরে কোঅপারেটিভ ব্যাংক ছাড়াও দুবরাজপুর আদালতে সিপিআইএমের পতাকা টাঙ্গানো হয়।

এছাড়াও রাণীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখেন বাম কর্মী সমর্থকরা। দুবরাজপুরের কামারশাল মোড়ে কিছুক্ষণের জন্য এই অবরোধ চলে এবং পরে নিজেরাই রাস্তা থেকে সরে যান।

অন্যদিকে বনধকে উপেক্ষা করে বাস চালানোর পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানা মোড় এলাকায় থাকা একটি বাসস্টপেজে একটি বেসরকারি বাস রোষানলে পড়ে। বাসের চালক এবং কর্মীরা নানান কুকথার মুখোমুখি হন। পরে বাস কর্মীরা হাতজোড় করে রেহাই পান। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাম কর্মী সমর্থকরা তাদের জানান, তাদের জন্যই এই ধর্মঘট এবং আন্দোলন ডাকা হয়েছে।