লাল্টু: পুলিশ-বিজেপি ধস্তাধস্তি! পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল ধস্তাধস্তির ঘটনা দেখা যায় বুধবার। এমন ঘটনার সময় উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ অন্যান্যরা। আর এই ঘটনায় থানা চত্বরে বেশ কিছুক্ষণ ধরে বচসা চলে আর বচসা চলার পর থানা চত্বরে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।
আসলে বুধবার দুবরাজপুর থানায় বিজেপির তরফে ১০ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়। যে ১০ দফা দাবি-দাওয়ার মধ্যে অন্যতম ছিল মিথ্যা মামলায় বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসিয়ে অপদস্ত করা যাবে না, অবৈধ বালি পাচার ও বালি খাদান বন্ধ করতে হবে ইত্যাদি। আর এই ডেপুটেশনকে ঘিরেই এমন অশান্তির বাতাবরণ তৈরি হয়।
বিজেপি কর্মী সমর্থকরা যখন দুবরাজপুর থানার ওসির অফিসের ভিতরে ঢুকতে চেষ্টা করছিলেন তখনই পুলিশের সঙ্গে ঠেলাঠেলি শুরু হয় এবং বচসার জেরে এমন ঘটনা ঘটে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জোর করে থানায় ঢোকার মতো পদক্ষেপ এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে বলে জানা যায়। যদিও বিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলকে অশান্ত করার জন্যই পুলিশ এমনটা করেছে।