ব্রিজের উপর নদীর জল, বানের জল দেখতে ভিড় উৎসাহী মানুষের

লাল্টু: টানা দিন কয়েক ধরে বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টির কারণে ব্যাপক জলস্তর বৃদ্ধি পেয়েছে নদী নালা পুকুরে। এমন পরিস্থিতিতে বিভিন্ন জলাধারে বিপুল পরিমাণে জল বৃদ্ধি পাওয়ায় জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে। আর এমন জল ছাড়ার ফলে বহু কজওয়ে, ব্রিজ রয়েছে যাদের উপর দিয়ে বইছে জল।

বীরভূমের দুবরাজপুরের চন্ডিপুর ও কুখুটিয়া গ্রামের মাঝে থাকার শাল নদীর উপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ জল উঠে যায়। আর এই ব্রিজের ওপর জল উঠে যাওয়ার ফলে ব্রিজের উপর দিয়ে সমস্ত রকম যাতায়াত বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজে আচমকা জল ছাড়তেই বিপত্তি! কোনক্রমে প্রাণে বাঁচলেন ৭ জন

ব্রিজের উপর জল উঠতেই তড়িঘড়ি সেখানে পুলিশ পৌঁছয় এবং ব্রিজে যাতায়াত বন্ধ করতে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়। এর পাশাপাশি বান অর্থাৎ বন্যার জল দেখতে বিপুল সংখ্যক উৎসুক মানুষদের ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মানুষদের উৎসাহ যাতে কোন দুর্ঘটনার রূপ না নেই তার জন্য দুবরাজপুর থানার পুলিশ সেখানে উপস্থিত থেকে সাধারণ মানুষদের সরিয়ে দেয়।

শাল নদীর উপর থাকা এই ব্রিজের উপর দিয়ে যতবার যতক্ষণ জল বয়েছে ততবার দুবরাজপুর ও খয়রাশোলের যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয় বহু মানুষকে।