লাল্টু: পেট্রোল পাম্পে পেট্রোলের বদলে জল আর কেমিক্যাল মেশানো জ্বালানি দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ ওঠে দুবরাজপুরের গোকুরুলের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। আর এমন ঘটনা জানাজানি হতেই হুলস্থুল পড়ে যায় ওই পেট্রোল পাম্পে।
জানা যাচ্ছে, শুক্রবার কয়েকজন গ্রাহক তাদের মোটরবাইকে জ্বালানি ভরানোর পর আর তাদের বাইক স্টার্ট হচ্ছিল না। এরপর ঝামেলা শুরু হতেই ওই মোটর বাইকের ট্যাঙ্কি খুলে বের করা হয় পেট্রোল। দাবি তখন দেখা যায়, পেট্রোলের মধ্যে কেমিক্যাল ও জল মেশানো রয়েছে।
আরও পড়ুন: সিউড়ি পৌরসভায় আর্থিক দুর্নীতি, কাউন্সিলরদের দ্বন্দ্ব! কাঠগড়ায় চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী
এমন ঘটনার পর খবর দেওয়া হয় দুবরাজপুর থানার পুলিশকে। পুলিশ ওই পেট্রোল পাম্পে পৌঁছে পেট্রোল পাম্প বন্ধ করে দেয়। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই পেট্রোল পাম্পের মালিক। অন্যদিকে বলে রাখা ভালো, এই পেট্রোল পাম্পের বিরুদ্ধে এর আগেও একাধিকবার এমন নানান অভিযোগ সামনে আসতে দেখা গিয়েছে।