লাল্টু: পরকীয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক! আর এসবের কারণেই এত বড় ঘটনা। যে ঘটনায় প্রাণ যায় এক ৩০ বছর বয়সী যুবতীর। যে ঘটনায় তদন্ত নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই।
গত সপ্তাহের শনিবার বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত বক্রেশ্বর নীল নির্জন জলাধার থেকে রাজগঞ্জ করমকাল যাওয়ার রাস্তায় রাধামাধবপুর গ্রামের কাছে নির্জন জঙ্গলে ৩০ বছর বয়সী এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া ওই যুবতীর নাম সালমা খাতুন ওরফে লাডলি। ওই যুবতী বীরভূমের দুবরাজপুরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গলায় ওড়নার ফাঁস, ঘটনাস্থলে চটি, রুমাল, জলের বোতল ইত্যাদি উদ্ধারের পরই বিষয়টি নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করে। আর এই ঘটনায় তদন্তে নেমে সদাইপুর থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: ডেউচা পাঁচামি বিরাট বড় স্ক্যাম! যা যা তুলে ধরলেন মহঃ সেলিম
সদাইপুর থানার পুলিশ যে যুবককে গ্রেফতার করেছে তার নাম শেখ বাপন। তার বাড়ি রাজনগর থানার অন্তর্গত খাস বাজারে। জানা যাচ্ছে ধৃত ওই যুবক বিবাহিত এবং এরপরেও পরকীয়া, বিবাহ বহির্ভূত সম্পর্কের মৃত যুবতীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন।
পুলিশ মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদের সময় ধৃত ওই যুবক শিকার করে নেয়, খুন করার বিষয়টি। ওই যুবককে সোমবার সিউড়ি আদালতে তোলা হয়।