বৃষ্টি কমলেও দুর্ভোগ কমছে না বীরভূমে! দেখুন পরিস্থিতি

লাল্টু: কোথাও কোথাও মাঝেমধ্যে বর্ষার বৃষ্টি, আবার অন্যদিকে ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের ফলে বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসাড়া গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ের উপর দিয়ে বইছে জল।

এই মুহূর্তে কজওয়েতে বিপদসীমায় উপর জল বইছে। রুটিরুজির টানে সাধারণ মানুষ জীবনে ঝুঁকি নিয়েই পারাপার করেছেন। এই শাল নদীর কজওয়ের উপর দিয়ে প্রত্যেকদিন বহু মানুষ যাতায়াত করেন। প্রায় ১০-১২টি গ্রামের মানুষ এই কজওয়ের উপর নির্ভর করেন। অসুবিধায় পড়েছে স্কুল পড়ুয়ারাও। বেশ কিছুদিন ধরে এই কজওয়ের উপর জল বইছে।

আরও পড়ুন: বিরাট বড় ডাকাতির ছক বানচাল, আবারও নজির গড়ল বীরভূম পুলিশ

কখনো বিপদ সীমার উপর আবার কখনো বিপদ সীমার নিচে জল বয়ে চলেছে। গ্রামের মানুষদের আবেদন এই কজওয়ে উঁচু করে চলাচলের উপযোগী করে তোলা হলে ভালো হয়।