Online Fraud: সাদাসিধে, চাষাভুষো মানুষটা অনলাইনে ওটিপি জোগাড় করে হাতিয়ে নিল ৫ লক্ষ টাকা! মাঠে চাষ করা এই মানুষটাকে দেখে কখনোই কেউই এমন ঘটনা বিশ্বাস করবে না। তবে তার বিরুদ্ধে এমনই অভিযোগ, আবার এই অভিযোগ পাঞ্জাবের কোন এক ব্যক্তির একাউন্ট থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার। সবকিছুই অবাক করা তাই না!
পুরো ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে রন্দীপ সিং নামে পাঞ্জাবের এক বাসিন্দার কাছে ২০২০ সালের আগস্ট মাসের ২৪ তারিখ একটি ফোন যায় এবং সেই ফোন কলে নানান ধরনের কথাবার্তার মাধ্যমে ওটিপি হাতিয়ে (Online Fraud) নেওয়া হয়। আর তারপরই অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ ২৭ হাজার টাকা উধাও হয়ে যায়।
আরও পড়ুন: ১৪ বছর বয়সে ১৫ কিলোমিটার রাস্তা দন্ডি কেটে বাবা শিবের মাথায় জল ঢালতে বক্রেশ্বরে মন্দিরা
এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নামে এবং গত বৃহস্পতিবার অভিযুক্ত হিসাবে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত মোতাহার হোসেন শেখকে গ্রেপ্তার করে সিউড়ি আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ট্রানজিট রিমান্ড দাবি করে পাঞ্জাব পুলিশ এবং সেই দাবি মত ২৮ তারিখ পর্যন্ত আদালত ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে।
এত দূর পর্যন্ত সবকিছু মোটামুটি সকলের জানা থাকলেও এবার কিন্তু একটি প্রশ্ন বারবার উঠে আসছে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে নিয়ে। কেননা গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা দাবি করছেন মোতাহার অ্যান্ড্রয়েড মোবাইল চালাতেই জানেন না। তার কাছে রয়েছে একটি কিপ্যাড বা ফিচার ফোন। তাহলে এমন ঘটনা ঘটলো কিভাবে এখন সেটাই প্রশ্নের?