Hetampur Rajbari: হেতমপুর রাজবাড়ি হল বীরভূমের একটি ঐতিহ্যবাহী স্থান। হাজারদুয়ারির আদলে তৈরি এই রাজ বাড়িতে বছরের বিভিন্ন সময় পর্যটকরা ঘুরতে আসেন। তবে এই রাজ বাড়িতে ঘাপটি মেরে বসে থাকবে একটি নয় ফুটের অজগর, তা অনেকের কাছেই ভাবনাতীত।
হেতমপুর রাজবাড়ির (Hetampur Rajbari) রাজ পরিবারের অন্যতম সদস্য রাজকন্যা বৈশাখী চক্রবর্তী শনিবার রাজবাড়ীর বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছিলেন। আর তখনই তিনি দেখতে পান, তাদের রাজবাড়ীর পিছনের দিকে থাকা প্রায় ২০০ বছরের পুরাতন একটি কুয়োতে নয় ফুটের ওই অজগরটি ঘাপটি মেরে রয়েছে। এখন কুয়োয় ওই অজগরটি পড়ে গিয়ে উঠতে পারেনি, নাকি ওখানে তার আস্তানা তা বোঝা মুশকিল।
আরও পড়ুন: অসম্ভব সুন্দর! এলাকায় প্রথম! বীরভূমে উদ্ধার ভিন রাজ্যের কাঁড় সাপ
পূর্ণবয়স্ক বিশালাকার ঐ অজগরটি দেখার পরই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উৎসাহী মানুষজন ওই অজগর দেখতে ভিড় জমান। আর এসবের মধ্যেই খবর দেওয়া হয় এলাকার সর্পপ্রেমী অমিত শর্মাকে।
খবর পেয়ে অমিত শর্মা ঘটনাস্থলে আসেন, আসেন দুবরাজপুর থানার পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা। এরপর বেশ কিছুক্ষণ ধরে বনদপ্তরের সহযোগিতায় ওই অজগরটি উদ্ধারের চেষ্টা চালানো হয়। জীবনের ঝুঁকি নিয়ে সর্পপ্রেমী অমিত শর্মা শেষমেষ ওই অজগরটিকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার করার পর তার শারীরিক পরীক্ষা এবং পরবর্তীতে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়।