Bakreshwar: ১৪ বছর বয়সে ১৫ কিলোমিটার রাস্তা দন্ডি কেটে বাবা শিবের মাথায় জল ঢালতে বক্রেশ্বরে মন্দিরা। মূলত তার বোনের সুস্থতা কামনার জন্যই এমন সংকল্প মন্দিরার।
বীরভূমের সাজিনা গ্রামের মন্দিরা মন্ডল নিজের সংকল্প পূরণ করার জন্য গত শনিবার সাজিনা গ্রামের পুসকুরুনি নদী থেকে জল নিয়ে বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর সংকল্প ১৫ কিলোমিটার রাস্তা দন্ডি কেটে বক্রেশ্বরে (Bakreshwar ) পৌঁছানোর। সেখানে বাবা বক্রনাথের মাথায় সেই জল তিনি ঢালবেন।
আরও পড়ুন: বাবার মাথায় জল ঢালতে গিয়ে পুলিশের মার! পাল্টা পথ অবরোধ পুণ্যার্থীদের, আটকে গেল অনুব্রতর কনভয়
দন্ডি কেটে ১৫ কিলোমিটার রাস্তা পার করা যেকোনো মানুষের কাছেই কষ্টকর। তবে সেই কষ্টকে সঙ্গী করেই মন্দিরা বক্রেশ্বরের (Bakreshwar ) দিকে এগিয়ে চলেছে। তার এমন সংকল্প পূরণ করতে অন্ততপক্ষে তিন দিন সময় লাগবে। আর তার এমন সংকল্পে তার সঙ্গী মা। মেয়ের এমন সংকল্প এবং তার কষ্ট মাকে রীতিমতো ব্যথিত করছে এটাই স্বাভাবিক। তবে তাহলেও এই সংকল্প পূরণের জন্য দুঃখ-কষ্ট নিয়ে বক্রেশ্বরের উদ্দেশ্যে মা ও মেয়ে।