Mamata Banerjee: বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব কর্মসূচির ঘোষণা

Mamata Banerjee: দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মসূচি আমরা একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যের দেখেছি। যে সকল সরকারি কর্মসূচিতে বহু মানুষ রয়েছেন যারা উপকৃত হয়েছেন এবং হচ্ছেন। আর এসবের মধ্যেই এবার বীরভূম সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নতুন একটি কর্মসূচির কথা ঘোষণা করলেন। যে কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি বুথকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে, যে কর্মসূচির জন্য ৮ হাজার কোটি টাকার বেশি খরচ করবে মমতা সরকার।

বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার যে কর্মসূচির ঘোষণা করেছেন তার নাম হলো আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচিতে ঠিক কি কি কাজ করা হবে চলুন জেনে নেওয়া যাক।

আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে প্রশাসনিক আধিকারিকদের সক্রিয় থাকার পাশাপাশি পুলিশ আধিকারিকদের সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূলত এই কর্মসূচির মধ্য দিয়ে ছোট ছোট যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলেও আশা করা হচ্ছে।

আরও পড়ুন: মরেও শান্তি নেই! বীরভূমের এই গ্রামের মানুষরা কেন মরেও শান্তি পাচ্ছেন না!

বহুক্ষেত্রেই দেখা যায় কোন কোন এলাকায় ছোট ছোট রাস্তা, পানীয় জল অথবা অঙ্গনওয়াড়ি সেন্টারের কিছু সমস্যা থাকে। এই সকল সমস্যা এবার নতুন এই কর্মসূচির মধ্য দিয়ে সেরে ফেলা হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে একটি জায়গা করা হবে এবং সেখানে পাড়ার মানুষেরা এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ঘোষণা অনুযায়ী আগামী ২ আগস্ট থেকে নতুন এই কর্মসূচি শুরু হবে এবং তা শেষ করতে হবে নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে। মাঝে পুজোর দিন কয়েক ছুটি থাকবে বলে জানিয়েছেন তিনি। এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষেরা কতটা উপকৃত হচ্ছেন তা দেখার জন্য দিন কয়েক অপেক্ষা করতে হবে সকলকে।