Serina Bibi Embankment: জলের চাপে ভেঙে খান খান সেরিনা বিবির বাঁধের রাস্তা, কালভার্ট! দেখুন কী পরিস্থিতি

Serina Bibi Embankment: যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে তাতে রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবার। একদিকে যেমন অতিরিক্ত জলের কারণে চাষীদের ফসল নষ্ট হচ্ছে, ঠিক সেই রকমই আবার বিভিন্ন জায়গায় রাস্তা, কালভার্ট ভেঙ্গে পড়ছে। ঠিক সেই রকমই দুবরাজপুরে ভাঙলো সেরিনা বিবির বাঁধের রাস্তা, কালভার্ট।

দুবরাজপুরের হেতমপুর থেকে সেরিনা বিবির বাঁধের (Serina Bibi Embankment) পাশ হয়ে যশপুর-পছিয়ারা গ্রাম যাওয়ার রাস্তায় এই কালভার্ট ও রাস্তা ভেঙ্গে বিপত্তি। এই রাস্তা দিয়েই যশপুর গ্রাম পঞ্চায়েতের ছাত্র-ছাত্রীরা হেতমপুরে কলেজ ও স্কুলে যায়। এছাড়াও প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। এই কালভার্ট ও রাস্তার একাংশ ভেঙ্গে যাওয়ায় অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষও। যতদিন না এই কালভার্ট ও রাস্তা মেরামতি হচ্ছে ততদিন ঘুর পথেই যাতায়াত করতে হবে গ্রামবাসীদের।

আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজের এক্সটেনশন ওয়াটার ডিভাইডারে ফাটল বাড়তেই নতুন ব্যবসার সুযোগ! কপাল খুলল এদের

প্রত্যেকের একটাই দাবি অবিলম্বে এই রাস্তা মেরামতি করা হোক। পাশাপাশি এই কালভার্ট ও রাস্তা ভেঙ্গে যাওয়ায় প্রায় ১০-১২টা ধান জমি মাটি পড়ে নষ্ট হয়ে গেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষীরাও। ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার ওসি মনোজ সিং, তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক। তারা আশ্বাস দিছেন খুব শীঘ্রই এই রাস্তা মেরামতি করে দেওয়া হবে।