তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ির ঢিলছোড়া দূরত্বে বিস্ফোরণ, কেঁপে উঠলো এলাকা

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : ভরদুপুরে তৃণমূল অঞ্চল সভাপতি বাড়ির ঢিলছোড়া দূরত্বে বিস্ফোরণ। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণস্থল থেকে ৪০০-৫০০ মিটার দূরে থাকা পাকা বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে পড়েছে। মুহুর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ।

Advertisements

ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত আলুন্দা গ্রাম পঞ্চায়েতের কাখুড়িয়া গ্রামে। মঙ্গলবার দুপুর বেলা হঠাৎ ওই গ্রামের একটি পুকুরের পাশে থাকা ঝোঁপের মধ্যে বিস্ফোরণ হয়। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে ঠিক তার ঢিলছোড়া দূরত্বে রয়েছে ওই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি শেখ বদরের বাড়ি।

Advertisements

স্থানীয় বাসিন্দাদের দাবি, যেখানে বিস্ফোরণ ঘটেছে অর্থাৎ ওই পুকুরের ঝোঁপে ড্রামের মধ্যে বোমা মজুদ রাখা হয়েছিল। সেই মজুদ থাকা বোমাই বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এই বোমা রেখেছেন তার সম্পর্কে গ্রামের বাসিন্দারা কেউ কিছু বলতে পারেননি।

Advertisements

স্থানীয় এক বাসিন্দা মহঃ নিজামউদ্দিন জানিয়েছেন, “বিস্ফোরণের ফলে আমার বাড়ির জানলার কাঁচ ভেঙে গেছে। আশেপাশের ৪০০ থেকে ৫০০ মিটারের মধ্যে থাকা বাড়িঘরগুলির ক্ষতি হবে বলে বিশ্বাস। এমনকি এলাকায় আরও বোমা থাকতে পারে এমনটা মনে করছি।”

স্থানীয়দের দাবি এই বিস্ফোরণের ফলে যেকোনো সময় বড় রকম দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কারণ যে পুকুরের ঝোঁপের মধ্যে এই বিস্ফোরণ ঘটেছে তার পাশ দিয়ে প্রতিনিয়ত মানুষজন যাতায়াত করে। এমনকি বহু মানুষ ওই পুকুরেও যান বিভিন্ন কাজে।

এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি শেখ বদর জানিয়েছেন, “বিস্ফোরণ ঘটেছে সেটা জানতে পেরেছি। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বা ওখানে বোমা মজুদ রেখেছিল তা বুঝতে পারছি না। কারণ আমার পক্ষে বলা সম্ভব নয় কারা এমন কাজ করতে পারেন।”

Advertisements