Birbhum District Police: দিন কয়েক ধরেই বীরভূম জেলা পুলিশকে একের পর এক নতুন নতুন কাজ করতে দেখা যাচ্ছে। দিন কয়েক আগেই দেউচা পাঁচামি কয়লা শিল্পের জন্য জমিদাতাদের জুনিয়র কনস্টেবলের চাকরি দেওয়া হয়, এরপর আবার লাভপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়। পাশাপাশি পুলিশ পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের উৎসাহিত করতে তাদের সংবর্ধনা দেয় জেলা পুলিশ। আর এবার জেলা পুলিশের মহঃবাজার থানা মাত্র ৬০ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার করল।
৬০ দিনের ৬০ টি হারানো মোবাইল উদ্ধার করে সেগুলি শুক্রবার বীরভূম জেলা পুলিশ (Birbhum District Police) সুপার আমনদীপের উপস্থিতিতে আসল উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। অপারেশন প্রাপ্তি কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ আসল মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দেয়।
আরও পড়ুন: বোলপুর থানার আইসির মা, বউকে নিয়ে কুকথা অনুব্রতর! আড়াই মাস পর কী হল
জেলা পুলিশ (Birbhum District Police) সুপার আমনদীপ জানান, মহঃ বাজার থানা এলাকায় এই সকল ফোনগুলি হারিয়ে গিয়েছিল। ফোনগুলি থানার নিজস্ব এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। ফোনগুলির আসল মালিকও বিভিন্ন জায়গার।