সামনে এলো বিহার নির্বাচনে এক্সিট পোলের ফলাফল

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা আবহের মধ্যে দেশে প্রথম নির্বাচন হলো বিহারের বিধানসভা নির্বাচন। শান্তিপূর্ণভাবে তিন দফায় ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হওয়ার পর ফলাফল ঘোষণা রয়েছে আগামী ১০ নভেম্বর। তবে ফলাফলের আগে প্রতিটি নির্বাচনের মতো বিহারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও সামনে এলো এক্সিট পোলের ফলাফল।

Advertisements

এক্সিট পোলের ফলাফল প্রকাশ করে থাকে এমন বিভিন্ন সংস্থা শনিবার সন্ধ্যা ৬ টায় ভোটগ্রহণপর্ব শেষ হওয়ার সাথে সাথেই তাদের এক্সিট পোলের ফলাফল ঘোষণা করতে শুরু করে। ওপিনিয়ন পোলে এনডিএ জোট সহজেই জিতবে বলা হলেও এক্সিট পোলের ক্ষেত্রে যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে লড়াইটা খুব সহজ হচ্ছে না তাই বুঝিয়ে দিচ্ছে।

Advertisements

টাইমস নাও-সি ভোটার এক্সিট পোল ফলাফল

Advertisements

এনডিএ : ১১৬ (বিজেপি : ৭০, জেডিইউ : ৪২, হ্যাম : ১ ও ভিআইপি : ১)।

ইউপিএ : ১২০ (আরজেডি ৭৫, কংগ্রেস ২৫ ও বামফ্রন্ট ১০)।

এলজিপি : ১।

অন্যান্য : ৬।

রিপাবলিক টিভি-জন কি বাত এক্সিট পোল ফলাফল

এনডিএ : ৯১-১১৭টি আসন।

ইউপিএ : ১১৮-১৩৮টি আসন।

এলজেপি : ৫-৮টি আসন।

অন্যান্যরা : ৩-৬টি আসন।

ইন্ডিয়া টুডে এক্সিট পোল ফলাফল

এনডিএ : ১১২ টি আসন।

মহাজোট : ১১০ টি আসন।

জি টিভির এক্সিট পোলের ফলাফল

এনডিএ : ১৬২ আসন।

মহাজোট : ৫১ আসন।

অন্যদল : ০।

আইবিএন ৭ AXIX এক্সিট পোলের ফলাফল

এনডিএ : ৯৫ আসন।
মহাজোট : ১৩৭ আসন।
অন্যদল : ১১ আসন।

এবিপি নিউজ নিয়েলসনের এক্সিট পোলের ফলাফল

এনডিএ : ১২৮ আসন।
মহাজোট : ১২২ আসন।
অন্যদল : ৩ আসন।

ইন্ডিয়া টিভি-সি ভোটার এক্সিট পোলের ফলাফল

এনডিএ : ১১৯ আসন।
মহাজোট : ১১৬ আসন।
অন্যদল : ৮ আসন।

এবিপি নিউজ নিয়েলসনের এক্সিট পোলের ফলাফল

এনডিএ : ১০৪ থেকে ১২৮ আসন।

মহাজোট : ১০৮ থেকে ১৩১ আসন।

সিএনএন নিউজ টুডে চাণক্য এক্সিট পোলের ফলাফল

এনডিএ : ৫৫ আসন।

মহাজোট : ১৮০ আসন।

টিভি নাইন এক্সিট পোলের ফলাফল

এনডিএ : ১১৫ আসন।

মহাজোট : ১২০ আসন।

বিহারের এই বিধানসভা নির্বাচনের ফলাফল আগামী দিনে দেশের অন্যান্য বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছুটা প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই এক্সিট পোলের ফলাফলের পর আসল ফলাফলের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ১০ নভেম্বর পর্যন্ত।

Advertisements