Dubrajpur: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল নেতাকে চোর বলে দাবি, কে এই নেতা?

Dubrajpur: তৃণমূল নেতা চোর! আকারে ইঙ্গিতে এমনটাই বোঝানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, ‘এই চোরকে চিনতে পারছেন?’ সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্টের সঙ্গে ছবি রয়েছে দুবরাজপুর (Dubrajpur) ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক ওরফে কাঞ্চনের। কে করল এমন বিস্ফোরক পোস্ট? কারা এর সঙ্গে জড়িত সেই সকল বিষয়গুলি এখনো স্পষ্ট নয়।

তবে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় এলাকার বিভিন্ন জায়গায় এমন কুরুচিকর পোস্টার পড়েছে। আর এবার পোস্টার ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। যার বিরুদ্ধে এমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে অর্থাৎ তৃণমূল নেতা কাঞ্চন এলাকায় বিভিন্ন সময় পোস্টার পড়ার বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন। আর এবার সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে দুবরাজপুর (Dubrajpur) থানার দারস্থ হয়েছেন।

আরও পড়ুন: পাথর-বালির ওভারলোড গাড়ি! নষ্ট করছে ১৪ নং জাতীয় সড়ক, অভিযোগ ঘিরে তোলপাড়

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি অন্য কোনও দলকে সরাসরি দায়ী না করলেও তৃণমূল এবং তাকে কালিমা লিপ্ত করার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন। অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দুবরাজপুর মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি জানিয়েছেন, যেখানেই টাকার গন্ধ সেখানেই তৃণমূল আর তৃণমূল মানেই গোষ্ঠী দ্বন্দ্ব।