Anubrata Mondal: তিলপাড়া ব্যারেজের কাজ কতদূর এগলো তা দেখতে ফের একবার ব্যারেজ পরিদর্শন করলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই তাকে তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করতে যেতে দেখা যায়। আর তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করার পর তিনি ব্যারেজ মেরামতির কাজ দেখে রীতিমত খুশি। খুশি হওয়ার পাশাপাশি তিনি জানিয়েছেন, যেভাবে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ এগোচ্ছে তাতে খুব তাড়াতাড়ি তা শেষ হবে বলেই আশা করা হচ্ছে।
অন্যদিকে তিলপাড়া ব্যারেজের উপর ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে ট্রাক মালিকরা চরম সমস্যায় পড়েছেন। তাদের ঘুরপথে অনেকটা পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এক্ষেত্রে তাদের রুজি রোজগার নিয়ে টানাটানি শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে তারা বিকল্প রাস্তার আবেদন জানালেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল নেতাকে চোর বলে দাবি, কে এই নেতা?
পাশাপাশি ট্রাক মালিকদের দাবি, প্রশাসনিকভাবে যদি বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া সম্ভব না হয় তাহলে তারা নিজেরাই চাঁদা করে রাস্তা তৈরি করতে প্রস্তুত। এক্ষেত্রে কেবল প্রশাসনের তরফে তাদের গ্রিন সিগন্যাল দিতে হবে। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এই বিষয়টি নিয়ে জানান, ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেরা বিকল্প রাস্তা তৈরি করতে চাইলে কোন আপত্তি নেই। তবে রাস্তা তৈরি করে কোনরকম টোল আদায় করা যাবে না।