তৃণমূল মারছে তৃণমূলকে! মাসের পর মাস ধরে এমনই ঘটনা ঘটে চলেছে বীরভূমের রাজনীতিতে। মাসের পর মাস ধরে জেলার কোথাও না কোথাও দলেরই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চলছে দ্বন্দ্ব। আর এবার সেই রকমই এক দ্বন্দ্বে আহত হলেন এক সিভিক ভলেন্টিয়ার। মূলত এমন ঘটনায় সাদ্দাম, লাদেন সহ বেশ কিছু তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে।
গত কয়েক মাস ধরেই বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই মাথাচাড়া দিয়েছে তা বলার উপেক্ষা রাখে না। ঠিক সেই রকমই বৃহস্পতিবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্তির ঘটনা ঘটে শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের মোমিন পাড়ায়। যেখানে খোদ অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ তোলা হয়।
তৃণমূলের এক গোষ্ঠী যারা নিজেদের অনুব্রত মণ্ডল অনুগামী বলে দাবি করেছেন তাদের কামেলা বিবি জানিয়েছেন, তারা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তারপর থেকেই তাদের উপর রাগ রয়েছে বাবু দাস গোষ্ঠীর। বাবু দাস সাদ্দাম, লাদেন সহ বেশ কয়েকজনকে টাকা পয়সা দিয়ে রেখেছে যাতে তারা তাদের উপর আক্রমণ করে এক ঘরে করে রাখে। বারবার তাদের বাড়ি থেকে বেরোতে বাধা দেওয়া হচ্ছে। বাড়ি থেকে বেরোতে না পারলে রোজগার সম্ভব নয়।
আরও পড়ুন: Group C Recruitment: মাধ্যমিক পাশে চাকরির সুযোগ বাঁকুড়ায়, আবেদন করতে পারবেন ছেলে-মেয়ে উভয়েই
আঙ্গুরা বিবি জানিয়েছেন, বাবু দাস গোষ্ঠীর লোকজনেরা হঠাৎ হঠাৎ করে তাদের বাড়িতে চড়া হচ্ছে। এদিন বাড়িতে চড়া হয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর করার পাশাপাশি বাড়ির সদস্যদের অত্যাচার করা হয়। এই সমস্ত ঘটনাই করা হচ্ছে বাবু দাসের অঙ্গুলি হেলোনে। অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করতে যাওয়ার রাগের বসেই এমনটা করছে তারা।
এমন অশান্তির ঘটনায় ইট বৃষ্টিতে গ্রামেরই এক সিভিক ভলেন্টিয়ার আহত হন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় শান্তিনিকেতন থানার পুলিশ বাহিনী পৌঁছাতেই এলাকার পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে এমন অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ দুই পক্ষের ১২ জন মহিলাকে গ্রেপ্তার করেছে।