শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়তেই খেজুরির একাধিক তৃণমূল পার্টি অফিস গেল বিজেপির দখলে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সবেমাত্র মন্ত্রিত্ব এবং রাজ্য সরকার প্রদত্ত অন্যান্য প্রশাসনিক পদ ছেড়েছেন। তবে এখনও তিনি (শুভেন্দু অধিকারী) তৃণমূলের একজন বিধায়ক এবং সদস্য। আর এমতো অবস্থাতেই রাতারাতি তৃণমূলের পার্টি অফিস চলে গেলো বিজেপির দখলে।

Advertisements

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পরেই পূর্ব মেদিনীপুরের খেজুরির একাধিক তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ রাতের অন্ধকারে বিজেপির সদস্যরা খেজুরির পাটনা, কণ্ঠীবাড়িতে তৃণমূলের পার্টি অফিস দখল করে নেয়। পার্টি অফিসে যে সকল তৃণমূলের পতাকা ছিল সেগুলিকে ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং সেই জায়গায় লাগানো হয় বিজেপির দলীয় পতাকা। কয়েকজন যুবক বাইকে করে এসে এই কাণ্ড ঘটায় বলে অভিযোগ।

Advertisements

খেজুরির একাধিক তৃণমূল পার্টি অফিস দখল করাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা শুরু হয়েছে এলাকায়। মিঞামোড়ের তৃণমূল পার্টি অফিস দখল করার বিরুদ্ধে শনিবার সাতসকালে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। এই সকল পার্টি অফিস ছাড়াও তৃণমূলের আলিচক পার্টি অফিসও বিজেপির দখলে চলে গেছে। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব এবং অন্যান্য সরকারি পদত্যাগ করার পর রাতারাতি খেজুরির বীরবন্দর এলাকার বিজেপি কর্মীদের মনোবল এবং শক্তি বৃদ্ধি পায়। তারপর সুযোগ বুঝেই কোপ মারে বিজেপি।

Advertisements

অন্যদিকে মন্ত্রিত্ব পদ ছেড়ে দেওয়ার আগে শুভেন্দু অধিকারী গত মঙ্গলবার খেজুরিতে একটি মিছিল করে যান। সেখানে তিনি এলাকার মানুষদের আশ্বস্ত করেন, ‘আমি সর্বদা আপনাদের পাশে থাকবো’ বলে। আর এরপরই মন্ত্রিত্ব ত্যাগ এবং তৃণমূল পার্টি অফিস দখল ঘিরে বাড়তে শুরু করেছে জল্পনা।

Advertisements