Tilpara Barrage: ৭০ বছরের বেশি পুরাতন সিউড়ির তিলপাড়া ব্যারেজ প্রবল বৃষ্টি এবং জলের চাপে এখন ভগ্নদশাই রয়েছে। ইতিমধ্যেই এই ব্যারেজের বেশ কয়েকটি এক্সটেনশন ওয়াটার ডিভাইডার ভেঙ্গে পড়তে দেখা গিয়েছে। তবে এর পরেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং জোড় তৎপরতার সঙ্গে শুরু হয় মেরামতির কাজ। দিনরাত এক করে ব্যারেজ মেরামতির কাজ করা হচ্ছে আর বর্তমান পরিস্থিতিতে কাজের গতি দেখে খুশি সব মহল।
তিলপাড়া ব্যারেজের মেরামতির কাজ দেখে সব মহল খুশি হলেও তাদের মধ্যে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আর সেই প্রশ্নটি হল কবে এই ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে?
আরও পড়ুন: বীরভূমের কপালে নতুন ট্রেন, দেখে নিন রুট আর টাইমটেবিল
এই বিষয়েই বুধবার সিউড়ির সার্কিট হাউসে বীরভূম জেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যে বৈঠকের আলোচ্য বিষয় থেকে জানা যাচ্ছে, আর হয়তো খুব বেশিদিন তিলপাড়া ব্যারেজের উপর যান চলাচল স্বাভাবিক হতে অপেক্ষা করতে হবে না। প্রশাসনের তরফে যে আশ্বাস পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, দুর্গাপুজোর আগেই ব্যারেজের যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক করে দেওয়ার জন্য জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে।