Maa Kali: ক্ষ্যাপা কালী! বীরভূমে রয়েছে এমন এক মন্দির যা নিয়ে প্রচলিত রয়েছে বিভিন্ন মিথ। কেউ কেউ দাবি করেন, একসময় এই মন্দিরে মা কালীর পুজো হওয়ার পর অমাবস্যা তিথি শেষ হওয়ার আগেই মাকে বিসর্জন দিতে হতো। এমনকি কখনো কখনো শিকল দিয়ে বেঁধে রাখা হতো। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই সকল রীতিতে পরিবর্তন এসেছে। তবে কিছুদিন আগে পর্যন্ত সন্ধ্যা ও নির্জন সময়ে এই কালী মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষতেন না।
এমন একটি শতাব্দী প্রাচীন কালী মন্দির (Maa Kali) রয়েছে বীরভূমের দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের গাঁড়া গ্রামে। মন্দিরটি প্রথমে ছিল মাটির মন্দির এবং পরবর্তীতে সেই মন্দির ইটের গাঁথনি ও টিনের চালা দিয়ে তৈরি করা হয়।
বর্তমানে এই মন্দির এখন আলাদা রূপ পেয়েছে। নতুন রূপে মন্দিরটির প্রতিষ্ঠা করা হয় গণেশ চতুর্থীর দিন। যেদিন হোম যজ্ঞের পাশাপাশি দুপুরে কয়েক হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছিল। এলাকার এই ক্ষ্যাপা কালী (Maa Kali) মন্দিরটি নতুন রূপে প্রতিষ্ঠিত হওয়ায় খুশি গ্রামবাসীরা।