‘দিদি, সারদা-কর্তা সুদীপ্ত সেনের চিঠির ড্রাফটটা ঠিক হয়নি!’, খোঁচা অনুপমের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ‘দিদি, সারদা-কর্তা সুদীপ্ত সেনের চিঠির ড্রাফট ঠিকঠাক হয়নি। চিঠিতে দু-একটা আপনার দলের (তৃণমূল) নেতার নাম থাকলে পাবলিক অন্ততপক্ষে ধরতে পারতেন না।’ সারদা চিটফান্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে দেওয়া সারদা-কর্তা সুদীপ্ত সেনের চিঠি প্রসঙ্গে এই ভাবেই খোঁচা দিতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাকে।

Advertisements

Advertisements

বিধানসভা নির্বাচনের আগে গত শনিবার হঠাৎ করে মাথা চাড়া দেয় সারদা চিটফান্ড কান্ড। মাথা ছাড়া দেওয়ার মূলে রয়েছে একটি চিঠি। শনিবার দুপুর থেকে সোশ্যাল মাধ্যমে সুদীপ্ত সেনের নাম করে লেখা একটি চিঠি ঘুরে বেড়াতে দেখা যায়। জানা যায়, এই চিঠিটি সুদীপ্ত সেন ১লা ডিসেম্বর লিখেছেন জেল থেকে এবং তা পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Advertisements

আলোচ্য বিষয় হল চিঠিতে তিনি কি লিখেছেন! চিঠিতে তিনি বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম উল্লেখ করেছেন, যে প্রভাবশালী নেতারা নাকি সুদীপ্ত সেনের থেকে কোটি কোটি টাকার সুবিধা ভোগ করেছেন। (চিঠির সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম।) আর এনিয়ে শনিবার দুপুর থেকেই যেভাবে সংবাদ প্রচারিত হয় তাতে কাদের কাদের নাম রয়েছে ওই চিঠিতে তা বর্তমানে কারোর অজানা নয়।

উল্লেখযোগ্যভাবে চিঠিতে নাম রয়েছে সদ্য মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া শুভেন্দু অধিকারীর। সুদীপ্ত সেন বিভিন্ন সময়ে তাকে নাকি ৬ কোটি টাকা দিয়েছেন। পাশাপাশি নাম রয়েছে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর, সিপিআইএম পলিটব্যুরোর সদস্য বিমান বসুর, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের। চিঠিতে উল্লেখ রয়েছে, সুজন চক্রবর্তীকে সুদীপ্ত সেন ৯ কোটি টাকা দিয়েছিলেন। বিমান বসুকে দিয়েছিলেন ২ কোটি টাকা এবং অধীর রঞ্জন চৌধুরীকে দিয়েছিলেন ৬ কোটি টাকা। আর মুকুল রায়কে ঠিক কত টাকা দিয়েছিলেন তা তিনি মনে করতে পারছেন না, তবে পরিমাণটা বিপুল।

আর এই চিঠি ঘিরে যখন রাজ্যজুড়ে দহরম-মহরম শুরু হয়ে যায় ঠিক সে সময় এই চিঠিতে যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই হাস্যকর এবং সাজানো ঘটনা বলে দাবি করেছেন। আর রবিবার এই চিঠি নিয়ে একই দাবি করতে দেখা গেল বিজেপি নেতা অনুপম হাজরাকে। দাবি করার পাশাপাশি তিনি খোঁচাও দেন। আর সেই খোঁচা যায় সরাসরি ‘দিদি’র ঘাড়ে।

অনুপম হাজরা সরাসরি চিঠির ড্রাফট নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কথায় বোকার মত ড্রাফ্ট বানানো হয়েছে এই চিঠির। সোশ্যাল মাধ্যমে তিনি লিখেছেন, “দিদি, সুদীপ্ত সেনের লেখা চিঠি টা ঠিক মতাে draft করা হয়নি!!! চিঠিতে আপনার দলের atleast দু-একটা “এখনাে অব্দি তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ না হওয়া” নেতাদের নাম থাকলে, public ব্যাপারটা ধরতে পারতাে না!!! পরেরবার এরকম চিঠি লেখার আগে, please এই ব্যাপারগুলাে একটু খেয়াল রাখবেন!!!”

Advertisements