Causeway: হিংলো ড্যাম থেকে জল ছাড়ায় শাল নদীর কজওয়ে জলের তলায়

Causeway: গভীর রাতে বীরভূমে প্রচণ্ড বৃষ্টিপাত ও প্রতিবেশী ঝাড়খণ্ড থেকে হিংলো ড্যাম খুলে জল ছাড়ায় শাল নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যায়। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বেলসাড়া গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ের (Causeway) উপর দিয়ে বইতে শুরু করে জল। সোমবার সকালেই দেখা জায় কজওয়ের উপর থাকা সমস্ত পিলার জলে ডুবে গেছে। সোমবার সকালের দিকে স্থানীয়রা এবং স্কুল পড়ুয়ারা ঝুঁকি নিয়ে সাইকেল বা মোটরবাইক চালিয়ে কজওয়ে পারাপার করছেন।

তবে এই মুহূর্তে ওই কজওয়ের (Causeway) উপর দিয়ে পারাপার পুরোপুরি বন্ধ রয়েছে। প্রায় ১০-১২টি গ্রামের মানুষ এই কজওয়ের উপর নির্ভরশীল। কজওয়ে বন্ধ হওয়ায় স্কুল পড়ুয়ারা স্কুলে যাওয়াতে সমস্যা, চিকিৎসার প্রয়োজনে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া দুস্কর হয়ে উঠেছে। পাশাপাশি শাল নদীর পাশ দিয়ে মেজে গ্রাম থেকে বনকাটি গ্রাম পর্যন্ত যাওয়ার যে পিচ রাস্তাটি রয়েছে সেটিও জলে ডুবে গেছে। এই মুহূর্তে জল বাড়ছে এলাকায়।

বীরভূম ও ঝাড়খন্ড মুষলধারায় বৃষ্টিপাতের ফলে দুবরাজপুর-খয়রাশোল রাস্তায় চন্ডীপুর ও কুষ্টিয়া গ্রামের মাঝে থাকা শাল নদীর ব্রিজের উপর বইছে জল। বিপদ সীমার উপর দিয়ে ব্রিজের উপর বইছে জল। ঘটনাস্থলে রয়েছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ যান চলাচল বন্ধ রেখেছে।