শুভেন্দু কত টাকার সম্পত্তির অধিকারী, রইলো খুঁটিনাটি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুভেন্দু অধিকারী পারিবারিক সূত্রেই পেয়েছেন রাজনৈতিক বিদ্রোহের উত্তরাধিকার।দেশ ও মানুষের স্বার্থে স্বাধীনতার আগে থেকেই বারবার বিদ্রোহ করেছে অধিকারি পরিবার। স্বাধীনতা সংগ্ৰামের সময়কালে (১৯২৩-১৯৪৩) ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে অধিকারি পরিবারের বাড়ি তিনবার পুড়িয়ে দেয় ইংরেজ গভর্নমেন্ট। তা সত্ত্বেও মাথা নোয়ায়নি অধিকারি পরিবার।

Advertisements

Advertisements

বাবা শিশির অধিকারিও রাজনৈতিক বিদ্রোহের গড় মেদিনীপুরে মানুষকে নিয়ে দীর্ঘ রাজনৈতিক যাত্রা করেছেন। লড়েছেন দীর্ঘ রাজনৈতিক লড়াই। ১৯৭২ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ভারতীয় জাতীয় কংগ্ৰেসের সদস্য ছিলেন। ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তৃণমূল দলে।

Advertisements

১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ছিলেন বাসুদেবপুর গ্ৰাম পঞ্চায়েতের সদস্য।১৯৬৯ থেকে ৭১ সালে কন্টাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হন। ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত কংগ্ৰেসের বিধায়ক পদের দায়িত্ব সামলান। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন তৃণমূলের হয়ে বিধায়ক। ২০০৯ সালে লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ছিলেন গ্ৰামীন উন্নোয়নের কেন্দ্রীয় মন্ত্রী। ২১০৪ সালে পুনরায় লোকসভায় নির্বাচিত হন। গ্ৰামীণ উদ্যোগ স্ট্যান্ডিং কমিটির সদস্য হন।

নন্দীগ্ৰাম আন্দোলনের সময় শুধু শুভেন্দু নন, আন্দোলনের পিছনে ছিলেন শিশির অধিকারি মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। মেদিনীপুর জুড়ে যার প্রভাব ছড়িয়ে আছে দীর্ঘ কয়েদশক ধরে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রার্থী খতিয়ান অনুযায়ী শিশির অধিকারীর সম্পদের পরিমাণ ৩ কোটি ৩৯ লক্ষ ৭৯ হাজার ৬৫০ টাকা মতো। যা ২০১৪ সালের নির্বাচন অনুযায়ী ছিল ১ কোটি ৯৪ লক্ষ ৯৮ হাজার ৩৮১ টাকা।

তিন পুত্র শুভেন্দু, দিবেন্দ্যু ও সৌমেন অধিকারি বর্তমানে মেদিনীপুরের নতুন রাজনৈতিক চালিকাশক্তি। দিবেন্দ্যু অধিকারী প্রথম ২০১৬ সালে তমলুক কেন্দ্র থেকে বাইপোলে জয়লাভ করে সাংসদ হন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে যে খতিয়ান দেওয়া তাতে দেখা তাঁর সম্পত্তি ৩ কোটি ৭৬ লক্ষ ৮৭ হাজার ৮৬৭ টাকা। দায়বদ্ধতা ৮৩ লক্ষ ৯৭ হাজার ৫০১ টাকা। ২০১৬ সালের উপনির্বাচনে দেওয়া খতিয়ান অনুযায়ী সেসময় দিব্যেন্দু অধিকারীর সম্পত্তি ছিল ১ কোটি ৮২ লক্ষ ২৪ হাজার ৩৭৮ টাকা। দায়বদ্ধতা ছিল ৮ লক্ষ ৫ হাজার ৮৬৯ টাকা। আর এক ভাই সৌমেন অধিকারি কাঁথি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান।

এমন শক্তিশালী রাজনৈতিক পরিবারের সদস্য শুভেন্দু অধিকারী। বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারী কোন ভুঁইফোড় ব্যক্তি নন। রাজনৈতিক আন্দোলনের পরিবার থেকেই উঠে আসা এক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারী। বাবা শিশির অধিকারি মেদিনীপুরের একছত্র শক্তিশালী নেতা। এমন শক্তিধর পরিবার থেকে উঠে এসেই চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ মাত্র ৬২ লক্ষ ৬০ হাজার ৭৪২ টাকা। এই পরিসংখ্যান পাওয়া যায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থীর সম্পদের খতিয়ান থেকে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ার সময় সম্পত্তির যে হিসাব দিয়েছিলেন তাতে তাঁর মোট সম্পত্তি ছিল ৬৪ লক্ষ ৮০ হাজার ৭৬৭ টাকা।

Advertisements