চেক পেমেন্ট থেকে গাড়ি, ১লা জানুয়ারি থেকে ১০টি নিয়মে বদল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সাম্প্রতিককালে প্রতি মাসেই নতুন নতুন নিয়ম লাগু করা হচ্ছে কেন্দ্র সরকার থেকে বিভিন্ন সংস্থার তরফ থেকে। আর এই নিয়ম লাগু করার ক্ষেত্রে নতুন বছরে চেক পেমেন্ট থেকে গাড়ি, ১০টি নিয়মে বড়োসড়ো বদল ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন বছরের প্রথম দিন থেকে কোন কোন ক্ষেত্রে কি কি নিয়মের বদল ঘটছে।

Advertisements

১) ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন : নতুন বছরের প্রথম দিন থেকেই ল্যান্ডলাইন থেকে মোবাইল নম্বরে ফোনের ক্ষেত্রে নিয়মে বদল ঘটছে। এখন থেকে ল্যান্ডলাইন থেকে মোবাইল নম্বরে ফোন করার জন্য গ্রাহকদের মোবাইল নম্বরের আগে ‘০’ বসাতে হবে। এই নিয়ম বাধ্যতামূলক করতে চলেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (DOT)।

Advertisements

২) WhatsApp : নতুন বছরের প্রথম দিন থেকে iOS 9 অথবা Android 4.0.3 অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

Advertisements

৩) UPI : নতুন বছরের ১লা জানুয়ারি থেকে PhonePe, Amazon pay, Google Pay-এর মতো থার্ড পার্টি ইউপিআই সংস্থাগুলির পরিষেবা ব্যবহার করলে গ্রাহকদের পকেট থেকে অতিরিক্ত টাকা খসতে পারে। NPCI-এর তরফ থেকে এই অতিরিক্ত চার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এটা নতুন বছরের প্রথম দিন থেকেই লাগু হতে পারে।

৪) PF অ্যাকাউন্ট : কেন্দ্র সরকারের তরফ থেকে আগামী বছর পয়লা জানুয়ারি ৬ কোটির বেশি পিএফ অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ হারে সুদের টাকা জমা করতে চলেছে।

৫) চেক পেমেন্ট : পয়লা জানুয়ারি থেকে চেক পেমেন্ট করার ক্ষেত্রে চালু হচ্ছে পজিটিভ পে সিস্টেম। ৫০,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই পদ্ধতি চালু হচ্ছে।

৬) কনট্যাক্টলেস কার্ড : কনট্যাক্টলেস কার্ডের পেমেন্টের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন হচ্ছে পয়লা জানুয়ারি থেকে। আগে যেখানে এই কার্ডের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যেত কোনরকম পিন ছাড়াই, তা আগামী পয়লা জানুয়ারি থেকে করা যাবে ৫০০০ টাকা পর্যন্ত।

৭) বিমা : বিমা সংস্থাগুলি তরফ থেকে আগামী পয়লা জানুয়ারি থেকে সরল বিমা পলিসি আনা হচ্ছে। এই পলিসি আসলে স্বল্প আয়ের ব্যক্তিরা উপকৃত হবেন। কম টাকার প্রিমিয়ামে তারা পলিসি কিনতে পারবেন। পাশাপাশি এই পদ্ধতি আসলে বিভিন্ন বিমা সংস্থাগুলির মধ্যে তুলনা করে লাভজনক সংস্থার পলিসি কিনতে পারবেন গ্রাহকরা।

৮) GST রিটার্ন : জিএসটি রিটার্নের প্রক্রিয়াকে আরও সহজ সরল করা হচ্ছে। এর ফলে উপকৃত হবেন দেশের ৯৪ লক্ষ ছোট ব্যবসায়ীরা। ৫ কোটি টাকা পর্যন্ত টার্নওভার রয়েছে এমন ব্যবসায়ীরা চারবার জিএসটি রিটার্ন জমা দিলেই হবে। আগে যেখানে প্রতি মাসে অর্থাৎ বছরে ১২ বার জমা দিতে হতো।

৯) Fastag : পয়লা জানুয়ারি থেকে প্রতিটি গাড়িতে ফাসট্যাগ লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন মোটর ভেহিকেল আইন অনুযায়ী ২০১৭ সালের ১লা ডিসেম্বরের আগে বিক্রিত সমস্ত চার চাকার যানে ফাসট্যাগ বাধ্যতামূলক বলে নির্দেশিকা দিয়েছে সড়ক, পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক।

১০) বাড়ছে গাড়ির দাম : মারুটি সুজুকির তরফ থেকে জানানো হয়েছে আগামী বছর জানুয়ারি মাস থেকে তারা দুই চাকা এবং চারচাকা বিভিন্ন মডেলের দাম বাড়াতে চলেছে। একইভাবে দাম বাড়ানোর কথা জানিয়েছে এমজি মোটর, রেনল্ট ইন্ডিয়া এবং হিরো মোটোকর্প।

Advertisements