Shantiniketan: কোপাই নদী থেকে বাড়ির কাজের জন্য দু’বস্তা বালি তোলায় চরম বিপত্তি দুই আদিবাসী যুবকের

 

Shantiniketan: বাড়িতে কাজ চলছে আর সেই কাজের জন্য মাত্র দু বস্তা বালি নদী থেকে তোলায় বিপত্তি বাঁধলো আদিবাসী দুই যুবকের। শান্তিনিকেতনের এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার আদিবাসীরা।

শান্তিনিকেতন (Shantiniketan) থানার অন্তর্গত মহিষঢাল গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। ওই নদী থেকে মহিষঢাল গ্রামের দুই আদিবাসী যুবক বাড়ির কাজের জন্য দু বস্তা বালি নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই যুবকেরা নদী থেকে অল্প কিছু বালি সংগ্রহ করছিলেন। সেই সময় বনকর্মী ও পুলিশের নজরে আসে বিষয়টি। অবৈধ বালি তোলার অভিযোগে তাদের আটকানো হলে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মাত্র দু বস্তা বালি নদী থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আটক, বিষয়টি সামনে আসতেই খেপে ওঠেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, সামান্য প্রয়োজনে দু বস্তা বালি নিয়ে যাওয়া হচ্ছিল আর তাতেই এমন কড়া পদক্ষেপ।

আরও পড়ুন: বয়স ৭ হল তো কী! বাংলা কাঁপাচ্ছে বীরভূমের এই খুদে! প্রতিভা জানলে অবাক হবেন

সরকারি নিয়ম অনুযায়ী, নদী থেকে বালি তোলার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয়। অবৈধভাবে বালি তোলা পরিবেশের ক্ষতি করে—এই কারণ দেখিয়েই প্রশাসন কড়াকড়ি চালায়। তবে স্থানীয়দের দাবি, এখানে ব্যাপকভাবে ট্রাক ভর্তি অবৈধ বালি ব্যবসা চললেও সাধারণ মানুষ, যারা ঘর বানানোর জন্য সামান্য বালি নেয়, তারাই বেশি সমস্যায় পড়ে। অথচ রাতের অন্ধকারে ট্রাক্টরে করে ব্যাপক হারে যখন বালি পাচার করা হয় তখন কিন্তু পুলিশ কিছুই করে না।

বুধবার এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা বোলপুর সাঁইথিয়া যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামজুড়ে ক্ষোভ বাড়ছে। স্থানীয় আদিবাসী সংগঠনগুলি প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছে। তারা জানিয়েছে, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনের কাজ আর চোরাকারবারি—দুটির মধ্যে পার্থক্য টেনে দেখতে হবে।