Illegal Mining: বীরভূমের নলহাটির বাহাদুরপুরের অবৈধ খাদানে ধসের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত

Illegal Mining: গত শুক্রবার বীরভূমের নলহাটির বাহাদুরপুরের অবৈধ খাদানে ধসের ঘটনায় ছয়জন মৃত্যু এবং তিনজন গুরুতর আহত হন। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং মূল অভিযুক্ত সঞ্জীব ঘোষকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এই বিষয়েই রবিবার বীরভূম জেলা পুলিশ সুপার অমনদ্বীপ সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক বৈঠক করে তিনি জানান, মূল অভিযুক্ত সঞ্জীব ঘোষকে গ্রেপ্তার করে তাকে হেফাজতে নেওয়ার পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কিনা। এর পাশাপাশি এই ধরনের যে সকল অবৈধ খাদান রয়েছে সেগুলিও খুঁজে বের করার কাজ শুরু করা হয়েছে।

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার আরও জানান, কার মদতে অভিযুক্ত এই ধরনের কাজ চালাচ্ছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি আরও যে সকল বেআইনি খাদান (Illegal Mining) এভাবে চলছে সেগুলিতেও নজরদারি চালাবে পুলিশ ও প্রশাসন। ধসের কারণেই এমন ঘটনা হলেও জানিয়েছেন পুলিশ সুপার। বিস্ফোরণের ঘটনার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তিনি