Suri: ‘এটা তারাশঙ্কর!’ মিল নেই, সিউড়িতে মূর্তি প্রতিষ্ঠা ঘিরে বিতর্কে প্রশাসন

Suri: কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করতে গিয়ে বিতর্কে জড়ালো প্রশাসন। সিউড়ির সংশোধনাগারে রবিবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। তবে এই মূর্তির উন্মোচনের সঙ্গে সঙ্গেই বিতর্ক তৈরি হয় মূলত বেশ কয়েকটি কারণে। আর সেই সকল কারণের পরিপ্রেক্ষিতেই মূর্তির উন্মোচনের সময় খুব উগরে দেন তারাশঙ্কর স্মৃতি স্মারক সমিতির সভাপতি দেবাশীষ মুখার্জি।

তিনি বলেন, মূর্তি স্থাপন করা হয়েছে সংশোধনাগারের দিকে মুখ করে। তারাশঙ্করের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে বিপরীতমুখী মূর্তি কি বার্তা বহন করে তা আপনাদের কাছে আর বলতে হবে না। এর পাশাপাশি তিনি দাবি করেন যে মূর্তি প্রতিষ্ঠা এবং উন্মোচন হয়েছে তার সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছবির কোন মিল নেই।

এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তি প্রতিষ্ঠা নিয়ে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়নি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তারাশঙ্কর শিল্পী স্মারক সমিতির সভাপতি ছাড়া বাকি সদস্যদের আমন্ত্রণ জানানো হয়নি।

যদিও এই বিষয়টি নিয়ে রাজ্য কারা দপ্তরের এডিজি লক্ষীনারায়ণ মিনা জানান, এটি শিল্পীর বিষয়। তবে ছবি থেকে হুবহু কারণ মূর্তি গড়া যায় না বললেই চলে