তৃণমূল নেতা কাজল শেখের নিরাপত্তায় সশস্ত্র নিরাপত্তারক্ষী, কটাক্ষ বিজেপির

Amarnath Dutta

Published on:

Advertisements

অমরনাথ দত্ত : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের নানুরের অন্যতম দন্ড প্রতাপ নেতা কাজল শেখকে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হল। কাজল শেখের নিরাপত্তায় দুজন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। যে দুজন নিরাপত্তারক্ষী সবসময়ই তার নিরাপত্তার সঙ্গে থাকবেন।

Advertisements

কাজল সেখ একসময় অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত ছিলেন। একাধিকবার দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লক্ষ্য করা গেছে। দুই গোষ্ঠীর দ্বন্দ্বে একাধিকবার উত্তপ্ত হয়েছে নানুর এলাকা। এমনকি কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনাওয়াজের ভাই কাজল শেখের সাথে দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার জন্য হস্তক্ষেপ করতে হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই দ্বন্দ্ব গত লোকসভা নির্বাচনের পর মিটে যায়। কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে একসাথে এক জায়গায় দেখা যায় দীর্ঘ কয়েক বছর পর।

Advertisements

এই তৃণমূল নেতা কাজল শেখকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়ার কারণ হিসেবে জানা গিয়েছে, ‘প্রাণনা’শের হুমকি পাচ্ছিলেন কাজল শেখ।’ যদিও এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

Advertisements

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ, “শুনেছি কাজল শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় অভিযুক্ত নেতাকে রাজ্য সরকার অন্যায়ভাবে নিরাপত্তারক্ষী দিয়েছে। আর এই ঘটনার পর প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ তথা বীরভূমে আইনের শাসন আছে কিনা!”

Advertisements