Durga Puja: ৪ বা ৫ দিন নয়, এখানে দুর্গাপুজো মজা কম করে ১৫ দিনের, শেষ হতেই চাই না পুজোর আনন্দ

Durga Puja: দুর্গাপুজো মানেই বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন আপামোর বাঙ্গালীরা। তবে সারা বছরের অপেক্ষা শেষে দেখতে দেখতে কেটে যায় চার দিন বা পাঁচ দিন। কেননা দুর্গাপুজোর ৪-৫ দিনেরই হয়ে থাকে। আমরা সাধারণত এমনটাই জানি। কিন্তু বীরভূমের বুকে এমন জোড়া দুর্গাপূজো রয়েছে যেখানে পূজোর আনন্দ শেষ হতেই চাই না কারণ সেখানে চার বা পাঁচ দিনের নয়, দুর্গাপুজোর মজা চলে কম করে ১৫ দিনের। কখনো কখনো আবার সেই আনন্দ আরও বেশি দিনেরও হয়।

বীরভূমের যে জোড়া দুর্গা পুজোর (Durga Puja) কথা বলা হচ্ছে সেটি হল দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রামের রায় ও চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো। এখানে আজ অর্থাৎ সোমবার থেকেই পুজো শুরু হয়ে গেল। কয়েকশো বছরের প্রাচীন রীতি অনুসারে কৃষ্ণপক্ষের নবমীতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা হয়ে যায় এই দুই পরিবারে। কৃষ্ণপক্ষের নবমী হয় দুর্গা পুজোর মহানবমীর ঠিক ১৫ দিন আগে।

মহা সপ্তমীর সকালে যেভাবে নবপত্রিকা স্নান এবং শোভাযাত্রা করা হয়, ঠিক সেই ভাবেই এদিন দুই পরিবার এক সঙ্গে যমুনা সায়র পুষ্পরনি থেকে নির্ঘন্ট মেনে বাদ্যযন্ত্র সহকারে মঙ্গল ঘট নিয়ে এসে মায়ের পুজো শুরু করে দিল।