Bolpur: সামান্য বৃষ্টি আর সেই বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতিবিজড়িত বোলপুর। শহরে জল থৈ থৈ অবস্থা যেন দুয়ারে নদীর মত পরিস্থিতি। শুক্রবার এমনই ছবি ধরা পরল বোলপুর পৌরসভা এলাকায়। তবে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, এই ছবি নতুন কিছু নয়।
নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পাশাপাশি সোমবার মাত্র কয়েক ঘণ্টা বৃষ্টিতে ভিজে বোলপুর শহর (Bolpur), আর এরপরই বোলপুর শহরের প্রাণকেন্দ্র বোলপুর চৌরাস্তা জলমগ্ন হয়ে পড়ে। একদিকে শান্তিনিকেতন রোড, অন্যদিকে শ্রীনিকেতন রোড। দুই প্রধান রাস্তাতেই হাঁটু সমান জল জমতে দেখা যায়।
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের অভিযোগের শেষ নেই। এক দোকানদারের বক্তব্য, “আমরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ছি। বৃষ্টির সময় দোকান খোলা রাখাই দুঃস্বপ্ন। এক তরুণ বাসিন্দা ক্ষোভ ঝেড়ে বলেন, “এখনকার অবস্থা দেখে মনে হচ্ছে নদীর ভেতরেই থাকি। উন্নয়নের বড় বড় কথা শোনা গেলেও বাস্তবে ছবি একেবারেই আলাদা।” তাদের অভিযোগের পাশাপাশি দাবি, রাস্তা দ্রুত সংস্কার না হলে এমন জল যন্ত্রণা থেকে মুক্তি মুশকিল
যেখানে সেখানে জল জমে দুর্ভোগ
- স্টেশন রোড, কলেজ মোড়, মিশন কম্পাউন্ড, চৌরাস্তা–সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জল দাঁড়িয়ে থাকে।
- নোংরা জল ঢুকে পড়েছে বহু দোকান ও বাড়িতে।
- টোটো, মোটরবাইক ও ছোট গাড়ি প্রায় বন্ধ হয়ে পড়েছে মাঝরাস্তায়।
- স্কুলপড়ুয়া ও অফিসযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
- বোলপুর (Bolpur) চৌরাস্তা