Higher Secondary Examination 2025: উচ্চ মাধ্যমিক শুরু ৩ মার্চ থেকে, নতুন কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানুন এই প্রতিবেদনে

Higher Secondary Examination 2025: ৩ মার্চ থেকে শুরু হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার্থীকে শিক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরো কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল সংসদ। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হবে টুকলির জন্য। জানা যাচ্ছে, মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষার্থীদের তারপরে ঢোকানো হবে পরীক্ষা কেন্দ্রে।

মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, মাধ্যমিকের সময় পরীক্ষা হলে মোবাইল কিংবা অন্য কোনও বৈদ্যুতিক গ্যাজেট ব্যবহার করা যাবে না। যদি কোন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল কিংবা বৈদ্যুতিন গ্যাজেট পাওয়া যায় তাহলে সমস্ত পরীক্ষা বাতিল করা হবে। এই সতর্কবার্তা দেওয়ার পরও পরীক্ষার হল থেকে মোবাইল-সহ ১৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের পরীক্ষা বাতিল করা হয়েছিল। যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য উচ্চ মাধ্যমিক (Higher Secondary Examination 2025) পরীক্ষার তল্লাশিতে বাড়তি জোর দিচ্ছে সংসদ।

আরও পড়ুন: India GDP Rise: ফুলেফেঁপে উঠবে দেশের লক্ষ্মীর ভান্ডার! ইঙ্গিত GDP বৃদ্ধির হারে

উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination 2025) শুরু হবে সকাল ১০ টা থেকে কিন্তু পরীক্ষার্থীদের তল্লাশি করবার জন্য এক ঘন্টা আগে অর্থাৎ নটার মধ্যে পৌঁছে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একথা জানানো হয়েছে সংসদ সূত্রে জানা গেছে যে, পরীক্ষার্থীদের সামনে পরীক্ষার কিছুক্ষণ আগেই খোলা হবে প্রশ্নপত্র। উত্তরপত্রের সঙ্গে রাখা হবে প্রশ্নপত্র। প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে তার জন্যই এই পদক্ষেপ। শুধু পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় নয়, পরীক্ষা কেন্দ্রের ভেতরেও থাকবে মেটাল ডিটেক্টর এবং সাথে রাখা হবে সিসিটিভিও।

চলতি বছরে মোট উচ্চ মাধ্যমিক(Higher Secondary Examination 2025) পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গতবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। আশ্চর্যজনকভাবে প্রায় ২ লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে চলতি বছরে। ছাত্রদের তুলনায় এবারে ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ৫৭১ জন বেশি। এবারে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার সংখ্যা ৫২৮ জন। মোট ৬২টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। গত বছর ছিল ৬০টি। এবারে এআরটিআই এবং ডিটিএসসি এই দুটি বিষয় সংযুক্ত করা হয়েছে।