Vishwakarma Puja: পুজো মানে কী, বুঝিয়ে দিল দমকল বাহিনী, বিশ্বকর্মার আরাধনায় আলাদা আয়োজন

Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোর আয়োজনের শিল্প ক্ষেত্র থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কোন খামতি রাখা হয় না। বিশ্বকর্মা পুজো বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা আয়োজন করে থাকলেও এবার এই পুজোতেই আলাদা নজির বলল দুবরাজপুরের দমকল কেন্দ্রের রিক্রিয়েশন ক্লাব ক্লাব।

এবছর তাদের প্রথম বিশ্বকর্মা পুজো ছিল। ধুমধাম করেই তারা বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) করেন। আর এর পাশাপাশি তারা মানুষের সেবাতেও ঝাঁপিয়ে পড়লেন। বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুক্রবার তারা পৌঁছে যান দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে তারা হাসপাতালের রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করেন। পাশাপাশি তারা এদিন অগ্নি সচেতনতার বৃদ্ধি করার লক্ষ্যে প্রত্যেক মানুষের হাতে একটি করে লিফলেট তুলে দেন। রোগীদের পাশাপাশি হাসপাতাল চত্বরে সাধারণ মানুষদেরও তারা সচেতন করে করে জানান কোথাও আগুন লাগলে কিভাবে তা নিয়ন্ত্রণে আনতে হয়।

দমকল বাহিনীর এমন নজিরবিহীন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ ডাক্তার সলমন মন্ডল