Durga Puja: অসুরের বিনাশের মধ্য দিয়ে শুভ শক্তি শুভ চেতনার উত্থান। দিকে দিকে এমন লক্ষ্য নিয়েই দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছেন আপামর বাঙালিরা। আর দুর্গাপুজোতেই এবার দেখা গেল অসুররূপে এক রাষ্ট্র নেতাকে। এক পুজো উদ্যোক্তারা ওই রাষ্ট্রনেতাকে অসুরের রূপ দিয়েছেন।
মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া এলাকায় থাকা খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি গত বছর অসুর রূপে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপালকে হুবহু মূর্তি তৈরি করিয়েছিলেন। আর এবার তারা অসুরের জায়গায় বসিয়েছেন এমন একজনকে যাকে নিয়ে এখন গোটা বিশ্ব তোলপাড়। এখন হয়তো আপনারা ভাবছেন কে তিনি? ভিডিও দেখে আপনারাই বলুন তো তিনি কে?
বহরমপুর শহরের বিখ্যাত মৃৎশিল্পী অসীম পাল তার হাতের জাদুতে এখন বিশ্বজুড়ে চর্চিত রাষ্ট্রনেতাকে অসুরের জায়গায় বসিয়েছেন। আর কেন এমন সিদ্ধান্ত তা জানিয়েছেন দুর্গা পুজো (Durga Puja) কমিটির এক সদস্য।