DJ Box: এবছরের মত পুজো শেষ। এবার মাকে বিদায় দেওয়ার পালা। ফলে দিকে দিকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের তোড়জোড়। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে এক এক প্রতিষ্ঠান এক এক রকমের আয়োজন করে থাকে। কেউ ঢাক ঢোল সহ সাবেকি নিয়মে প্রতিমা নিরঞ্জনের পথে যান। কেউ কেউ আবার অন্যান্য বাদ্যযন্ত্র সহ নাচ গান করে দেবী দুর্গাকে কৈলাসের পথে যাত্রা করান। তবে ইদানীং এক নতুন রেওয়াজ চালু হয়েছে, যা হল ডিজে বক্স। অর্থাৎ বিরাট বিরাট স্পিকার লাগিয়ে উচ্ছ-গ্রামে আওয়াজ তুলে এলাকা কাঁপিয়ে নাচতে নাচতে বিসর্জনের পথে যাওয়া।
তবে এই শব্দ দানব ডিজে বক্স (DJ Box) শব্দ দূষণের পাশাপাশি নানান ক্ষতি করে থাকে। বিশেষ করে বাচ্চা ও বৃদ্ধদের জন্য এই উচ্ছ-গ্রামের শব্দ অত্যন্ত ক্ষতিকর। তাছাড়া হার্টের রোগীদের জন্য এই শব্দদানব ডিজে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এছাড়া এটি ক্ষতি করে প্রসুতি মাতা, বাড়ির পোশ্য, গবাদি পশুদের। তাই এসব ঠেকাতে দুবরাজপুর পুলিশ পুজোর আগে থেকেই অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করতে শুরু করে। তাদের তৎপরতার উদাহরণ ফের একবার দেখা গেল বিসর্জনের আগে।
এবার বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ আটক করলো শব্দদানব ডিজে বক্স (DJ Box)। দুবরাজপুরের বক্রেশ্বরের কাছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ডিজে বক্স আটক করে। জানা গিয়েছে, সিউড়ির কুখুডিহি থেকে দুর্গা পুজোর বিসর্জনের উদ্দেশ্যে যাচ্ছিল ওই শব্দদানব ডিজে বক্স, সেই সময় দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বক্রেশ্বরের কাছে আটক করে। দুবরাজপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে কোনভাবেই এলাকায় ডিজে বক্স বাজতে দেওয়া যাবে না