নিজস্ব প্রতিবেদন : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অথবা নামতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার উদাহরণ ভারতে ভুরি ভুরি। আর এই রকম দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষা করার জন্য ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত সতর্কতামূলক প্রচার চালানো হয়। কিন্তু সেই সকল প্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ নিজেদের বিপদ ডেকে আনেন। এরকম এক বিপদের উদাহরণ ফের একবার সামনে এলো।
সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল একটি ভিডিও তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে, এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়ার মত অবস্থা। যদিও এক RPF জওয়ানের তৎপরতায় কোনক্রমে রক্ষা পান ওই ব্যক্তি।
জানা গিয়েছে, রেলমন্ত্রী পীযূষ গোয়েল যে ভিডিওটি শেয়ার করেছেন সেটি মহারাষ্ট্রের পানভেল স্টেশনের। যেখানে একটি লোকাল ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে বিশেষ চাহিদা সম্পন্ন ওই ব্যক্তি ছুটে আসেন ট্রেনে ওঠার জন্য। দৌড়ে দৌড়ে ট্রেন ধরার মুহূর্তে তার পা পিছলে যায়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বাঁচাতে ছুটে আসেন স্টেশনে থাকা এক RPF জওয়ান। তারপর ওই ব্যক্তিকে জাপ্টে ধরে প্লাটফর্মের উপর টেনে আনেন।
আর এই ভিডিওটি শেয়ার করার সময় রেলমন্ত্রী পীযূষ গোয়েল লিখেছেন, “এই ভাবেই চলন্ত ট্রেনে ওঠা যাত্রীদের জন্য বিপদজনক হতে পারে। আপনাদের জীবন মূল্যবান। আর এই মূল্যবান জীবনের জন্য নিয়ম মেনে চলুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।”
पनवेल, मुंबई में RPF सुरक्षा कर्मी की सतर्कता, और त्वरित एक्शन से एक दिव्यांग यात्री को ट्रेन की चपेट में आने से बचाया गया।
इस प्रकार चलती ट्रेन में चढ़ने का प्रयास, आपके लिये घातक सिद्ध हो सकता है। आपका जीवन अमूल्य है, मेरा आग्रह है कि नियमों का पालन करें, व सुरक्षित रहें। pic.twitter.com/dKZsL7Ph8e
— Piyush Goyal (@PiyushGoyal) February 6, 2021
RPF জওয়ানের তৎপরতায় ওই যাত্রীর জীবনদানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর নেট নাগরিকরা ওই জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে এমন ঘটনা এবং এমন ঘটনার ছবি একাধিকবার আমাদের নজরে এসেছে। সে মহারাষ্ট্র হোক অথবা কলকাতা, বিভিন্ন স্টেশনে এমন ঘটনা ঘটেই চলেছে। যার পরেই প্রশ্ন, মানুষ কবে সতর্ক হবেন!