Shopping Malls: সিউড়িতে কি শপিংমলের রমরমা শেষ! ফের ঝাঁপ বন্ধ হল আরও এক মলের

Shopping Malls: গত কয়েক বছর ধরে সিউড়ি শহরের বুকে একের পর এক শপিংমলকে নিজেদের ব্যবসা খুলতে দেখা গিয়েছে। একের পর এক শপিংমলকে যেমন নিজেদের ব্যবসার জন্য সিউড়িতে আসতে দেখা গিয়েছে, ঠিক সেই রকমই সিউড়ি থেকে ব্যবসা গোটাতেও দেখা গিয়েছে অনেককে। সিউড়ি থেকে এই নিয়ে দ্বিতীয় শপিংমল নিজেদের ঝাঁপ বন্ধ করে দিল।

বিক্রি কম থাকার কারণে সিউড়ি শহরের পৌরসভার কাছে তৃণমূল কার্যালয়ের সামনে যে শপিং মলটি (Shopping Malls) ছিল সেটি হঠাৎ করেই নিজেদের ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইমতো শুক্রবার থেকে তারা তাদের মলের সামনে নোটিশ টাঙিয়ে কর্মীদের জানিয়ে দেয়। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের ফলে ওই শপিংমলে কর্মরত কর্মীরা চরম সমস্যায় পড়েছেন। কেননা তাদের অনেকের বোনাস, বেতন ইত্যাদি বাকি রয়েছে বলে দাবি করা হচ্ছে।

যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে শপিং মলটির (Shopping Malls) কোন কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে না অথবা তাদের মাইনের টাকা-পয়সা আটকে দেওয়া হচ্ছে না বলে কর্তৃপক্ষ দাবী করেছে। তাদের দাবি সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার পাশাপাশি ওই সকল কর্মীদের দুবরাজপুরে স্থানান্তরিত করার কথা জানানো হয়েছে।