নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে উন্নয়নের কারিগর বলা হয়ে থাকে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য বোলপুরে প্রশাসনিক বৈঠক করতে এসেও বলেছিলেন, ‘আর যাই হোক কেষ্ট উন্নয়নটা ভালো বোঝে।’ কিন্তু সেই অনুব্রত গড়েই এবার উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠলো! এমনকি দাবিমতো উন্নয়ন না হওয়ায় ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা।
সোমবার ভোট বয়কটের ডাক দিয়েছেন বোলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতের সেহেলাই গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ দীর্ঘ ৫০-৬০ বছর ধরে এলাকায় একটি সেতুর জন্য তারা দাবি দাওয়া করে আসছেন। কিন্তু প্রতিবছর প্রতিশ্রুতি মিললেও সেই সেতু এখনো তৈরি হয়নি। আর এই সেতু তৈরি না হওয়ার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। আর বর্ষাকালে তো বলার কিছু। পুরো এই এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সেহেলাই গ্রামের পাশে রয়েছে কোপাই নদী। আর এই নদীর উপরেই গ্রামবাসীরা একটি স্থায়ী সেতুর দাবি করে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরেই। বর্তমানে এই নদীর উপর বাঁশ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করে সাধারণ মানুষেরা যাতায়াত করেন। কিন্তু বর্ষার সময় তাও হয়ে ওঠে না। বর্ষার সময় ঘুরপথে অনেকটা রাস্তা পার হওয়ার পর গ্রামবাসীদের গ্রাম থেকে অন্যত্র যাতায়াত করতে হয়।
আর এমত অবস্থায় গ্রামবাসীরা জানান, “স্থায়ী সেতু তৈরি না হলে তারা ভোটে অংশগ্রহণ করবেন না। দীর্ঘদিন ধরে ডেপুটেশন জমা দেওয়া সত্ত্বেও কোন কাজ না হওয়ায় তারা এই ভোট বয়কট এর পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। গ্রামে প্রায় ১২০০-১৫০০ ভোটার রয়েছেন, যারা কেউই এবছর ভোট দেবেন না বলে জানিয়েছেন।”
[aaroporuntag]
অন্যদিকে এই ভোট বয়কটের ডাক শুনেই নড়েচড়ে বসে প্রশাসন। প্রশাসনিক কর্তারা স্থানীয় বাসিন্দাদের সাথে কথাবার্তা চালাচ্ছেন যাতে তাদের ভোট বয়কটের মত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা থেকে ফিরিয়ে আনা যায়। তবে প্রশাসনিক কর্তাদের সেই বার্তা গ্রামবাসীরা কতটা মেনে নেবেন তা আগামী দিনেই দেখার।