Dubrajpur: গরু চরাতে গিয়ে নদীর জলে তলিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। রবিবার গরু চরাতে গিয়ে নিখোঁজ হন এবং সোমবার তার মৃতদেহ উদ্ধার হয় নদীর জল থেকে। দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার ঝরিয়া মহম্মদপুর গ্রামে বক্রেশ্বর নদী থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম শেখ রকিব, বয়স ৬০।
স্থানীয়দের যা দাবি তাতে বক্রেশ্বর ড্যাম থেকে জল ছাড়ার কারণে এমন বিপত্তি ঘটেছে। এই ধরনের বিপত্তি এর আগে ঘটলেও কিন্তু কোন মানুষের প্রাণ যাওয়ার মতো ঘটনা সেই ভাবে লক্ষ্য করা যায়নি। কিন্তু এবার মানুষের প্রাণ চলে যাওয়াই এলাকার বাসিন্দারা রীতিমতো স্তব্ধ এবং এই ধরনের বিপত্তি থেকে রক্ষা পেতে কজওয়ে দাবি করেছেন।