নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার আগেই শুক্রবার থেকে তিনদিনের মধ্যে বীরভূমে আসছে পাঁচ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। শুধু বীরভূমে নয় রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও মোট ১২৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আর এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সামনে প্রশ্ন উঠলে তিনি জানান, ‘কেন্দ্রীয় বাহিনী থাকলেও খেলা হবে’।
রামপুরহাটে শুক্রবার তৃণমূলের মহিলা সম্মেলনে অনুব্রত মণ্ডলের সামনে প্রশ্ন ওঠে কেন্দ্রীয় বাহিনী থাকলেও কি খেলা হবে? এর উত্তরে তিনি জানান, “১০০ বার খেলা হবে। ঘরেও খেলা হবে। রাস্তাতেও খেলা হবে। প্রত্যেক বাড়ি বাড়ি খেলা হবে। আবার বললাম খেলা হবে, সেটা তো বুদ্ধির কৌশল।”
অনুব্রত মণ্ডলের কথায়, “কাল কেন আজ রাতেই কেন্দ্রীয় বাহিনী ঢুকতে অসুবিধাটা কোথায়। এখনই ঢুকে যাক কেন। আগেও তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। কোন ইলেকশনটা হয়নি।”
[aaroporuntag]
এর পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “কয়েকদিন আগে রামপুরহাটের নাড্ডা এসেছিল। মা তারার পুজো দিল। মা তারা কি বললো বলতো? বলল ভ’য়ঙ্কর বদমাশ দল। দেশের ক্ষতি করছে। গুজরাটের সোমনাথ মন্দির আছে মহাদেব। সেখান থেকে মহাদেব মা তারাকে বলল, আমরা ভুল করেছি তুই ভুল করিস না। মধ্যপ্রদেশে আছে কে? মহাকাল। ওটাও একটা মহাদেব। ও বলল, আমরা ভুল করে ফেলেছি তুই আর করিস না। আশীর্বাদ ফাশীর্বাদ দিস না। বাংলাটা ভালো চলছে। সাঁচি বিশ্বনাথ, সেও মা তারাকে বলল…।”