দিন দিন বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই থেকে শুরু করে অন্যান্য অপকর্ম বেড়েই চলেছে। পুলিশ এই সকল অপকর্মের তদন্তে নেমে বহু সমস্যার সমাধান করে থাকে। তবে কোন কোন ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে রীতিমতো বেগও পেতে হয়। আর এবার এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য বোলপুর শহরের বাসিন্দাদের স্বস্তি দিতে বিরাট পদক্ষেপ নিল বীরভূম জেলা পুলিশ।
বীরভূম জেলা পুলিশের তরফে বোলপুরে ৯৫ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলো। বোলপুরে যে সকল সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সেগুলি আধুনিক সিসিটিভি ক্যামেরা। এলাকার গুরুত্বপূর্ণ মোড়, বাজার, জনবহুল স্থানে সিসিটিভি ক্যামেরাগুলি স্থাপন করা হল