Dubrajpur: গাছ লাগানোর ব্যারিকেট ভাঙা থেকে অবৈধ কয়লা পাচারে বন্ধের দাবি, পথে নেমে প্রতিবাদ গ্রামবাসীদের

Dubrajpur: গাছ লাগানোর জন্য গ্রামের ষোল আনা কমিটির পক্ষ থেকে ব্যারিকেট তৈরি করা হয়েছিল। যে ব্যারিকেট কেউবা কারা ভেঙ্গে দেয়। গাছ লাগানোর জন্য ব্যারিকেট ভেঙে দেওয়াই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা, পাশাপাশি অবৈধভাবে দিনের পর দিন কয়লা পাচার ঠেকাতে প্রতিবাদ শুরু হয় গ্রামবাসীদের।

বুধবার এইরকমই 3/4 দফা দাবিতে প্রায় ঘন্টা তিনে পথ অবরোধ করা হয় খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার অন্তর্গত রসাগ্রামে। ওই গ্রামের বাসিন্দারা খয়রাশোল বাবুইজোর রাস্তা অবরোধ করেন। বাঁশ বেঁধে, ডাম্পারের সামনে শুয়ে প্রতিবাদ দেখানোর পাশাপাশি পথ অবরোধ করা হলে যানবাহনের চাকা স্তব্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে কাকরতলা থানার পুলিশ এসে আশ্বাস দেন ব্যবস্থা গ্রহণের। আর এরপরই পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা।