‘রক্তচোষা গোপাল ভাঁড় অনুব্রত’, কটাক্ষ সৌমিত্র খাঁয়ের

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মন্ডল : বিধানসভা নির্বাচনের আগে বুধবার বীরভূমের মহঃবাজারে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ একটি জনসভা করেন। আর এই জনসভা থেকে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষুরধার আক্রমণ করার পাশাপাশি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘রক্তচোষা গোপাল ভাঁড়’ বলে কটাক্ষ করেন। আর এই কটাক্ষের জবাবে অনুব্রত মণ্ডল বলেন, ‘নিজের বউকে ধরে রাখতে পারেন না তার কথা আবার কি শুনবো।’

Advertisements

বুধবার জনসভা শেষ হওয়ার পর সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “অনুব্রত বাবুকে আর খেলতে হবে না। ভোট ডিক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা খেলে দেখিয়ে দেবো। জনগণ ভোটের মাধ্যমে উন্নয়ন বাহিনীর মোকাবিলা করবে আর প্যারা মিলিটারি ফোর্স আছে যারা দেখে নেবে। বিধানসভা ভোট করাবেন নির্বাচন কমিশনার আর আমরা মানুষকে ভোট দেওয়ার জন্য আহবান জানাবো।”

Advertisements

এরপরে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অনুব্রত মণ্ডল ভেবেছেন পুলিশ উনার ঘরের চাকর। ভোটটা ডিক্লিয়ার হতে দিন দেখবেন পুলিশই হয়তো উনার উপরে ডাংগুলি খেলবে। অনুব্রত বাবু শুধু রক্ত চাই, টাকা চাই করছেন। আর অনুব্রত বাবু যেভাবে বীরভূমের মানুষের রক্ত চুষে চুষে টাকা করেছেন তাতে উনাকে রক্তচোষা গোপাল ভাঁড়ই মনে হয়।”

Advertisements

[aaroporuntag]
সৌমিত্র খাঁয়ের এই কটাক্ষের জবাবে অনুব্রত মণ্ডল বলেন, “ওর কি নাম। যার বউ পালিয়ে গেছে। ওর সম্বন্ধে বলে কিছু লাভ নাই। যে নিজের বউকে ধরে রাখতে পারেনা সে আবার দল করবে কি করে। সে মানুষ কি করে ধরে রাখবে। সে নিজের বউকে ধরে রাখতে পারছে না।”

Advertisements