বামদেবের প্রতিমা বিসর্জন বলে কথা! আর সেই কারণেই রাত জেগে রকমারি চুলের স্টাইল করে ফেললেন যুবরা। শনিবার থেকেই শুরু হয় চুলের স্টাইলে করানোর কাজ, আর সেই কাজ দেখতে দেখতে গড়িয়ে যায় সারারাত। প্রতিবছরই বামদেবের প্রতিমা বিসর্জনে এইরকমই রকমারী চুলের স্টাইলে তুমুল ঝড় তুলতে দেখা যায় এলাকার যুবদের।
বামদেবের প্রতিমার নিরঞ্জন রবিবার দুপুরবেলায়। প্রতিবছর এই বিসর্জন দেখার জন্য সিউড়ি শহরের বুকে যেন মেলা বসে। এলাকার বাসিন্দারা ভিড় জমানোর পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকেও বহু মানুষ ছুটে আসেন বামদেবের প্রতিমা নিরঞ্জন দেখতে। আসলে এখানকার এই প্রতিমা নিরঞ্জন এর মূল আকর্ষণীয় হলো নিরঞ্জন এর শোভাযাত্রায় অংশগ্রহণকারী যুবদের চুলের স্টাইল।
আরও পড়ুন: দমকল বাহিনী ও গ্রামবাসীদের রুদ্ধশ্বাস প্রচেষ্টায় নতুন জীবন পেল একটি অবলা প্রাণ
তাদের চুলের স্টাইল অনেকটা আফ্রিকান দেশের মানুষদের মতো। কাউকে দেখা যায় ক্রিস গেইলের মত চুলের স্টাইল করতে আবার কেউ নামিদামি ফুটবলারদের মতো চুলের স্টাইল করে থাকেন। আর এসব দেখতেই ভিড় জমান স্থানীয়রা।
শুধু চুলের স্টাইল নয় এর পাশাপাশি চুলের রংও মন কাড়ে শহরের বাসিন্দাদের। অনেককে দেখা যায় নিজেরই চুল টুকটুকে লাল তো আবার কেউ একেবারে হলুদ, আবার কেউ কেউ বিভিন্ন ধরনের রং চুলে লাগিয়ে ঘুরে বেড়ান। এসব হয় সবই স্থানীয় একটি সেলুনে। সেই সেলুনেই শনিবার রাত জেগে চলে এমন চুলের স্টাইল করানোর কাজ।
